এইদিন ওয়েবডেস্ক,মালাপ্পুরম,০৮ মে : কেরালার মালাপ্পুরমে সমুদ্রে নৌকা ডুবির ঘটনা ঘটেছে । শিশু, মহিলা ও পুরুষসহ ২১ জনের মৃত্যু হয়েছে । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মালাপ্পুরমে নৌকা দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন । পাশাপাশি প্রধানমন্ত্রী পিএমএনআরএফ থেকে মৃতদের আত্মীয়দের প্রত্যেককে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন ।
জানা গেছে,মালাপ্পুরমে তনুর সৈকতের কাছে এই দূর্ঘটনাটি ঘটেছে ৷ প্রায় ৪০ জন যাত্রী বোঝাই একটি হাউসবোট সমুদ্রের প্রবল ঢেউয়ে উলটে যায় । বর্তমানে সমুদ্র উপকূলে উদ্ধার অভিযান চলছে এবং কিছু মানুষকে উদ্ধার করা সম্ভব হয়েছে । উদ্ধারকারী দল এবং অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন।
কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন নৌকা দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি মালাপ্পুরম জেলা কালেক্টরকে জরুরি উদ্ধার অভিযান চালানোর নির্দেশ দেন । মুখ্যমন্ত্রী তার বিবৃতিতে বলেছেন যে দমকল ও পুলিশ ইউনিট, রাজস্ব ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা এবং জেলার তানুর ও তিরুর এলাকার স্থানীয় লোকজন উদ্ধার অভিযানে সহযোগিতা করছে ।।