এইদিন ওয়েবডেস্ক,মোগদিশু,২২ আগস্ট : সোমালিয়ার রাজধানী মোগদিশুর (mogadishu) হোটেল হায়াতের শতাধিক ব্যক্তিকে পনবন্দি করে রেখেছিল ইসলামি সন্ত্রাসবাদীরা । তারপর নিরাপত্তা বাহিনীর সঙ্গে সন্ত্রাসবাদীদের প্রায় ৩০ ঘণ্টাব্যাপী সংঘর্ষের চলে । আর এই সংঘর্ষে ২১ জনের মৃত্যু হয়েছে । আহত হয়েছে ১১৭ জন । শিশু ও মহিলাসহ ১০৬ জন পনবন্দিকে উদ্ধার করা হয়েছে বলে রবিবার জানিয়েছেন সোমালিয়ার স্বাস্থ্যমন্ত্রী আলি হাজি আদেন ।
জানা গেছে,শুক্রবার সন্ধ্যায় হোটেল হায়াতের বাইরে প্রথমে বিস্ফোরণ ঘটায় সন্ত্রাসবাদীরা।পরে জঙ্গিদের একটি দল হোটেলে ঢুকে পরে । ভিতরে গিয়ে তারা নির্বিচারে গুলি চালায় এবং শতাধিক মানুষকে পনবন্দি করে রাখে । আর এরপরেই অভিযানে নামে সোমালিয়ার কাউন্টার টেররিস্ট টিম । পুলিশ কমিশনার আবদি হাসান মোহাম্মদ হিজার বলেন,’সমস্ত সন্ত্রাসবাদীদের খতম করা হয়েছে । তবে হোটেলের বিভিন্ন স্থানে লুকিয়ে রাখা বিস্ফোরকগুলি খুঁজে বের করতে কিছুটা সমস্যায় পড়তে হয়েছিল পুলিশকে ।’
এদিকে কুখ্যাত সন্ত্রাসবাদী সংগঠন আল-কায়েদার শাখা আল-শাবাবের মুখপাত্র আবদিয়াজিজ আবু-মুসাব শনিবার আন্দালুস রেডিওকে জানিয়েছিলেন,তাদের যোদ্ধারা এই হামলা চালিয়েছে । তাদের উপর আমেরিকান এবং সোমালিয়ান নিরাপত্তা বাহিনীর হামলার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে ।।