এইদিন ওয়েবডেস্ক,মস্কো,০১ জানুয়ারী ২০২৩ : নতুন বছরটি রাশিয়ার পূর্ণ স্বাধীনতার দিকে “কঠিন, প্রয়োজনীয় সিদ্ধান্ত এবং মৌলিক পদক্ষেপের” বছর বলে মন্তব্য করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন । শনিবার সামরিক সদর দফতরে নববর্ষ উপলক্ষে রাশিয়ান জনগণকে শুভেচ্ছা জানানোর সময় তিনি বলেন,’রাশিয়া ভবিষ্যতের জন্য লড়াই করছে । নতুন বছরটি রাশিয়ার পূর্ণ সার্বভৌমত্ব এবং সমাজের শক্তিশালী একীকরণ অর্জনের জন্য কঠিন এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত এবং মৌলিক পদক্ষেপের বছর হতে চলেছে ।
তিনি পশ্চিমা দেশগুলোর নীতির সমালোচনা করে বলেন,’পশ্চিমারা বছরের পর বছর ধরে শান্তি নিয়ে মিথ্যা কথা বলছে, কিন্তু আসলে তারা আগ্রাসনের জন্য প্রস্তুতি নিচ্ছে । ২০২২ সালে পশ্চিমারা রাশিয়ার বিরুদ্ধে “প্রকৃত নিষেধাজ্ঞা যুদ্ধ” ঘোষণা করেছিল । কিন্তু তারা লক্ষ্য অর্জন করতে পারেনি ।’
পুতিন বলেন,’যারা এটি শুরু করেছিল তারা আশা করেছিল যে আমাদের শিল্প, অর্থ এবং পরিবহন ধ্বংস হবে,কিন্তু হয়নি । কারণ আমাদের নিরাপত্তার জন্য একটি নিরাপদ প্রাচীর তৈরি করা হয়েছিল ।’
প্রসঙ্গত,২০২২ সালে ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে রাশিয়া এবং ইউক্রেনের কিছু ভূখণ্ডকে নিজেদের অংশ হিসেবে ঘোষণা করে। তারপর থেকে পশ্চিমি দেশগুলি থেকে বিচ্ছিন্ন হয়ে যায় ক্রেমলিন । সামরিক বিশেষজ্ঞদের মতে, পুতিন এই যুদ্ধ থেকে যা আশা করেছিলেন তা অর্জন করতে ব্যর্থ হয়েছেন । উলটে ব্যাপক মানবিক ও সামরিক ক্ষয়ক্ষতির মুখে পড়তে হয়েছে তাদের ।।