এইদিন ওয়েবডেস্ক,ব্যাংকক,১০ অক্টোবর : মৌসুমী বায়ূ ও গ্রীষ্মমন্ডলীয় ঝড় নোরু-এর প্রভাবে থাইল্যান্ডে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে । রবিবারের ভারি বৃষ্টিপাতের কারণে থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ উবন রাতচাথানির (Ubon Ratchathani) ১০০০ এর বেশি গ্রাম প্লাবিত হয়ে গেছে । যেখানে প্রায় ২০,০০০ মানুষকে ৮৫ টি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে স্থানান্তরিত করা হয়েছে বলে জানিয়েছে দুর্যোগ প্রতিরোধ ও প্রশমন বিভাগ (Department of Disaster Prevention and Mitigation) । দুর্যোগ সংস্থাটির মতে, শনিবার পর্যন্ত বিগত ১০ দিনের মধ্যে ৫৪ টি প্রদেশে মোট ২,০০,০০০ এরও বেশি পরিবার বন্যার কবলে পড়েছে । বন্যার জেরে অন্তত ১৩৩ মিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে বলে অনুমান করছে থ্যাইল্যান্ড সরকার।
আবহাওয়া দপ্তর সতর্ক করেছে, রাজধানী, ব্যাংকক এবং চাও ফ্রায়া নদীর তীরবর্তী অন্যান্য প্রদেশগুলি আরও ভয়াবহ অবস্থার সম্মুখীন হতে পারে । কারণ উজান থেকে প্রবাহিত জলের পরিমাণ নদী এবং বাঁধগুলিতে ধারণ করার চেয়ে বেশি । এদিকে প্রধান বাঁধগুলিতে জলস্তর বিপদ সীমার উর্ধে পৌঁছে যাওয়ায় জল ছেড়ে দিতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ । ফলে ফুলে ফেঁপে উঠেছে দেশের নদীগুলি । এদিকে বন্যাকবলিত বাসিন্দাদের অভিযোগ, পর্যাপ্ত নিরাপদ জল ও খাবার সংকটে ভুগছেন তারা । এই কারনে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারিভাবেও জনগণকে সহায়তার কথা চিন্তা করা হচ্ছে ।।