এইদিন ওয়েবডেস্ক,কাবুল,৩০ ডিসেম্বর : আফগানিস্তানের কাপিসায় তালিবানের তথ্য ও সংস্কৃতি বিভাগ বৌদ্ধ যুগের একটি মূর্তি আবিষ্কার করেছে বলে জানিয়েছে । কাপিসায় তালেবানের তথ্য ও সংস্কৃতি বিভাগ আজ মঙ্গলবার,এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে, দ্বিতীয় নিরাপত্তা অঞ্চলের “কারা তাজ” এলাকার একটি বাড়ি থেকে মূর্তিটি পাওয়া গেছে।
তালিবানদের মতে, মূর্তিটি প্রায় দুই হাজার বছরের পুরনো এবং এটি “বৌদ্ধ গ্রীক” রীতিতে নির্মিত।মূর্তিটি বৌদ্ধ যুগের একজন রাণীর ধ্যান মূদ্রার আদলে। মূর্তিটি এমন এক সময়ে আবিষ্কৃত হল যে যখন তালিবানদের বিরুদ্ধে ঐতিহাসিক ও সাংস্কৃতিক নিদর্শন ধ্বংস করার অভিযোগ রয়েছে।
উল্লেখ্য,এক সময়ে আফগানিস্তানে বৌদ্ধ ধর্মের প্রাধান্য ছিল৷ কুখ্যাত সন্ত্রাসবাদী সংগঠন তালেবানরা ক্ষমতায় আসার আগে বৌদ্ধ যুগের বহু নির্দশন ছিল আফগানিস্তানে৷ ২০০১ সালের মার্চ মাসে প্রথমবার অস্ত্রের জোরে ক্ষমতা দখলের পর আফগানিস্তানের বামিয়ান প্রদেশের বিখ্যাত দুটি বিশাল বুদ্ধ মূর্তি ধ্বংস করেছিল ওই সন্ত্রাসী গোষ্ঠীটি৷ কারণ তারা এটিকে প্রতিমাপূজা মনে করত এবং ধর্মীয় কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চেয়েছিল। মোল্লা ওমরের নির্দেশে ডিনামাইট ব্যবহার করে এই ঐতিহাসিক ও ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী মূর্তি দুটিকে পাহাড়ের গা থেকে উড়িয়ে দেওয়া হয়, যা নিয়ে বিশ্বব্যাপী তীব্র নিন্দার ঝড় উঠেছিল ।।

