এইদিন ওয়েবডেস্ক,কলম্বিয়া,০১ আগস্ট : কলম্বিয়ার মাদক মাফিয়া গোষ্ঠী “ক্ল্যান ডেল গুল্ফো”-এর সাথে ফার্ক (FARC)বিরোধী দলের সংঘর্ষে কমপক্ষে ২০ জন নিহত হয়েছে । কলম্বিয়ান আর্মি জানিয়েছে, আর্জেলিয়ার পৌরসভার ককা প্রদেশের বেশ কয়েকটি স্থানে এসব সংঘর্ষ হয়েছে । মাদক পাচারকারী চক্রের বিরুদ্ধে সেনা অভিযানের পর, ফার্ক বিরোধী দলের অন্তত ১২ জন যোদ্ধা এবং ক্লান গ্যাংয়ের ৭ সদস্য পৃথক ঘটনায় নিহত হয়েছে । সংঘর্ষের ফলে কলম্বিয়ার এক সেনা জওয়ানও নিহত হয়েছে বলে জানানো হয়েছে ।কলম্বিয়ার সেনাবাহিনী হামলার সময় দুষ্কৃতী চক্রের কাছ থেকে দূরপাল্লার অস্ত্র, গোলাবারুদ এবং যোগাযোগের সরঞ্জাম বাজেয়াপ্ত করেছে ।
মাদক পাচার দমনের জন্য অর্ধ শতাব্দীর প্রচেষ্টা সত্ত্বেও, কলম্বিয়া এখনও বিশ্বের বৃহত্তম কোকেন উৎপাদক দেশ । উৎপাদিত কোকেন মূলত মার্কিন যুক্তরাষ্ট্রে পাচার হয় । আর এই পাচারের সিংহভাগই “ক্ল্যান ডেল গলফো” অপরাধী চক্রের হাত আছে । শুধু মাদক পাচারই নয়,অবৈধ খনন এবং চাঁদাবাজিতেও জড়িত ওই কুখ্যাত মাফিয়া গোষ্ঠীটি । গোষ্ঠীটি কলম্বিয়ার গ্রাম ও শহর মিলে ৩০০ জায়গায় ঘাঁটি করেছে । কলম্বিয়ান আর্মি কোনো ভাবেই ওই অপরাধী চক্রটির উপর লাগাম টানতে পারছে না । অন্যদিকে ভিন্নমতাবলম্বী ডিমোবিলাইজড রেভল্যুশনারি আর্মড ফোর্সেস অফ কলম্বিয়া (FARC) বিদ্রোহীদের একটি ভিন্নমতাবলম্বী গোষ্ঠীগুলি ২০১৬ সালে রাজ্যের সাথে স্বাক্ষরিত একটি শান্তি চুক্তি প্রত্যাখ্যান করেছে । ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে কলম্বিয়ায় ।।