প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,১৫ আগষ্ট : গোটা ভারতবাসী সোমবার পালন করলেন ৭৬ তম স্বাধীনতা দিবস ।আর এই দিনই করাবাস থেকে মুক্তি পেলেন বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগারের কুড়িজন বন্দী । মুক্তি পাওয়াদের তলিকায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বেশ কয়েকজন বন্দীও রয়েছেন। বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগারের আয়োজিত বন্দীদের মুক্তির বিশেষ অনুষ্ঠানে রাজ্যের দুই মন্ত্রী স্বপন দেবনাথ,প্রদীপ মজুমদার ছাড়াও কারা বিভাগের ডিআইজি ও জেল সুপারিন্টেণ্ডেন্ট উপস্থিত ছিলেন । এছাড়াও হাজির ছিলেন অন্য বন্দী ও তাদের যাঁরা নাচ গান শেখান তারাও।
এদিন মন্ত্রী স্বপন দেবনাথ জানান,’যে সব মহিলা ও পুরুষ বন্দী সাজার অর্ধেক বা ষাট শতাংশ কাটিয়েছেন তারা ছাড়া পেলেন। এছাড়াও অল্প বয়সী বন্দী, যাঁরা জরিমানা দিতে অপারগ তারাও ছাড়া পেলেন। নিয়ম অনুসারে যাবজ্জীবন বন্দীদের কয়েকজন ছাড়া পাবেন। এক্ষেত্রে অন্য কোনোও অপরাধ না করাও বিবেচিত হয়েছে।এছাড়াও বিবেচিত হয়েছে সংশোধনাগারে থাকাকালীন বন্দীদের অন্য গুণের বিকাশ ।’ প্রদীপ মজুমদার বলেন,’জেলা এখন আর কারাগার নয়। সংশোধনের জায়গা।এঁরা যাতে স্বাভাবিক জীবনে ফিরতে পারেন সেই জন্য সাহায্যও করা হবে ।’।