এইদিন ওয়েবডেস্ক,উইসকনসিন,২২ নভেম্বর : আমেরিকায় ক্রিসমাস প্যারেডে বেপরোয়া গতিতে একটি গাড়ি ঢুকে পড়ায় বেশ কয়েকজন শিশু ও মহিলাসহ ২০ জনেরও বেশি আহত হয়েছে । রবিবার দূর্ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের উইসকনসিনের ওয়াউকেশা শহরে । ঘটনার পর সন্দেহভাজন লাল রঙের SUV গাড়িসহ চালককে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ওয়াউকেশার পুলিশ প্রধান ড্যান থম্পসন ।
রবিবার রাতে ওয়াউকেশা শহরে ক্রিসমাস প্যারেড বের হয়েছিল । ছুটির দিন হওয়ায় কুচকাওয়াজে বিপুল সংখ্যক মানুষ অংশ নিয়েছিলেন । পাশাপাশি প্রচুর দর্শকও উপস্থিত ছিল । লোকজন উৎসাহ- উদ্দীপনার সাথে সড়ক পথ ধরে এগিয়ে যাচ্ছিলেন । ঠিক সেই সময় ঘটে যায় মর্মান্তিক দূর্ঘটনাটি ।
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওগুলি দেখা গেছে, একটি লাল রঙের SUV গাড়ি বন্ধ রাস্তায় আচমকা প্রবল গতিতে ঢুকে পড়ে । তারপর ক্রিসমাস প্যারেডে অংশ নেওয়া লোকজনদের ধাক্কা দিয়ে পালিয়ে যায় গাড়িটি । অন্য একটি ভিডিওয় গাড়িটিকে লক্ষ্য করে পুলিশকে গুলি চালাতে দেখা গেছে ।
শহরের পুলিশ প্রধান ড্যান থম্পসন বলেন, ‘রবিবার উইসকনসিনের ওয়াউকেশাতে ক্রিসমাস প্যারেডের মধ্যে একটি স্পোর্টস ইউটিলিটি গাড়ি ঢুকে পড়ায় শিশুসহ ২০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন । আহতদের মধ্যে কয়েকজনের প্রাণহানিও হয়েছে । ঘটনার পর সন্দেহভাজন গাড়িসহ চালককে ওয়াউকেশা থেকে প্রায় ৩২ কিমি পশ্চিমে মিলওয়াকি থেকে আটক করা হয়েছে ।।