এইদিন ওয়েবডেস্ক,মুম্বাই,০৯ জানুয়ারী : বলিউড অভিনেতা সালমান খানের খামারবাড়িতে পাঁচিল টপকে ঢোকার সময় নিরাপত্তা রক্ষীদের হাতে ২ জন ধরা পড়েছে । অজেশ কুমার গিলা এবং গুরুসেবক সিং নামে দুই সালমান খানের ভক্ত যুবক গত ৪ জানুয়ারী দুপুরে মহারাষ্ট্রের নাভি মুম্বাইয়ের পানভেলে সালমান খানের খামারবাড়িতে প্রবেশের চেষ্টা করে। তারা ঝোপঝাড় ও দেয়ালের ওপরে রাখা কাঁটাতার কেটে খামারবাড়িতে প্রবেশের সময় নিরাপত্তারক্ষীরা তাদের ধরে পুলিশের হাতে তুলে দেয় ।
যদিও ধৃত দুই যুবক জানিয়েছেন যে তারা অভিনেতা সালমান খানের অনুরাগী এবং অভিনেতার সঙ্গে দেখা করার জন্য তার খামারবাড়িতে ঢোকার চেষ্টা করছিলেন । তবে দুই যুবকের বিরুদ্ধে সালমান খানের খামারবাড়ির নিরাপত্তা কর্মীদের ভুয়া নাম দেওয়ার অভিযোগ উঠেছে । দুই যুবক জানিয়েছিলেন যে তাদের নাম মহেশকুমার রামনিবাস এবং বিনোদ কুমার রাধেশ্যাম। আর উত্তরপ্রদেশের বালিয়া জেলায় তাদের বাড়ি।
পুলিশ ধৃতদের আদালতে তুললে তাদের জেল হেফাজতে পাঠানো হয় । ইতিপূর্বে সালমান খানকে
একাধিকবার খুনের হুমকি দেওয়া হয়েছে। যেকারণে অভিনেতাকে ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয়েছে ৷ এছাড়া বুলেটপ্রুফ গাড়িতে চড়ে ঘোরেন সলমন । এরই মাঝে দুই যুবকের খামারবাড়িতে পাঁচিল টপকে ঢোকার চেষ্টার ঘটনাকে গুরুত্ব দিয়ে দেখছে মুম্বাই পুলিশ।
পুলিশ জানিয়েছে,ধৃত দুই ব্যক্তি, পাঞ্জাবের বাসিন্দা, কয়েকদিন আগে মুম্বাই এসেছিলেন এবং মহানগরের উত্তর শহরতলী বোরিভালিতে অবস্থান করছিলেন । কি উদ্দেশ্যে ওই দুই যুবক একাজ করেছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ ৷।