এইদিন ওয়েবডেস্ক,তেলেঙ্গানা,০১ অক্টোবর : তেলেঙ্গানার উপমুখ্যমন্ত্রীর বাড়িতে চুরির ঘটনায় পশ্চিমবঙ্গের খড়গপুরের বাসিন্দা ২ চোরকে গ্রেফতার করা হয়েছে । তেলেঙ্গানার উপ-মুখ্যমন্ত্রী মাল্লু বাট্টি বিক্রম যখন বানজারা পাহাড়ে ছিলেন তখন তার বাড়িতে চুরির ঘটনা ঘটে। জানা গেছে, বাট্টির ব্যক্তিগত সচিব গৃহকর্মীকে ফোন করলে সে ফোন রিসিভ করেনি । সন্দেহ হওয়ায় তিনি মন্ত্রীর বাড়িতে গিয়ে দরজা ভাঙা দেখতে পান। এরপর যা চুরি হয়েছে তার হিসাব সংগ্রহ করা হয়।
চুরি হয়েছে স্বর্ণমুদ্রাসহ বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা। তদন্ত চলাকালীন পশ্চিমবঙ্গের খড়গপুর থেকে অভিযুক্তদের গ্রেফতার করা হয়। অভিযুক্তদের একজন রোশন মণ্ডল চার মাস ধরে বাট্টির বাড়িতে কাজ করছিলেন। আসামিদের কাছ থেকে ২.২ লক্ষ টাকা এবং ১০০ গ্রাম সোনার গহনা উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় আরও সন্দেহভাজন জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে ।।