এইদিন ওয়েবডেস্ক,মঙ্গলকোট(পূর্ব বর্ধমান),২৯ আগস্ট : এক গৃহস্থের বাড়িতে চুরির কয়েক ঘন্টার মধ্যেই পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট থানার পুলিশের হাতে পাকড়াও হল ২ চোর । ধৃতরা হল শেখ আহম্মেদ ও বাপি শেখ । মঙ্গলকোট থানার ন’পাড়া গ্রামে তাদের বাড়ি । পাড়ারই এক প্রতিবেশীর বাড়িতে মঙ্গলবার রাতে নগদ ও সোনার গহনাসহ লক্ষাধিক টাকার সামগ্রী হাতসাফাই করে তারা । অভিযোগ দায়েরের পর বুধবার রাতে গ্রাম থেকেই তাদের গ্রেপ্তার করে পুলিশ । আজ ধৃতদের কাটোয়া মহকুমা আদালতে পাঠানো হয় ।
জানা গেছে,চুরির ঘটনাটি ঘটে ন’পাড়া গ্রামের বাসিন্দা সিরাজুল শেখ নামে এক ব্যক্তির ভাইয়ের বাড়িতে । সিরাজুল বলেন, ‘ভাই কর্মসূত্রে বাইরে থাকে । সেই কারনে ভাইয়ের মাটির বাড়ি তালাবন্ধ থাকে । কিন্তু বাড়ির দরজা খুব একটা শক্তপোক্ত নয় । আর সেটাই কাজে লাগায় ওই দুই দুষ্কৃতী ।’ তিনি বলেন,’বুধবার সকালে ভাইয়ের বাড়িতে গিয়ে দেখি দরজার তালা ভাঙা । ভিতরে ঢুকে দেখতে পাই আলমারি খোলা লন্ডভন্ড হয়ে আছে । বুঝতে পারি চুরি হয়েছে । সঙ্গে সঙ্গে ভাইকে ফোন করে বিষয়টি জানাই । তখন ভাইয়ের কাছে জানতে পারি যে আলমারিতে কয়েক ভরি সোনার গহনা ও নগদ ৩০ হাজার টাকা ছিল । যেগুলো চুরি হয়ে গেছে৷ এরপরেই থানায় অভিযোগ দায়ের করি ।’ যদিও দুই চোরকে গ্রেফতার করা হলেও চুরি যাওয়া সামগ্রী উদ্ধার হয়নি । পুলিশ জানিয়েছে, ধৃতদের জেরা করে চুরির টাকা ও গহনা উদ্ধারের চেষ্টা চলছে ।।