এইদিন ওয়েবডেস্ক,তেহেরান,১৫ জানুয়ারী : ইরানের সিস্তান ও বেলুচিস্তানে নিজেদের বোমায় বিস্ফোরণে খতম হল ২ সন্ত্রাসী । ইরানের রাষ্ট্রীয় নিউজ এজেন্সি ইরনার (IRNA) প্রতিবেদন অনুযায়ী,এই দুই সন্ত্রাসীকে রবিবার সারাভান শহরে ইরানি নিরাপত্তা বাহিনীর তাড়া করলে তারা নিজেদের শরীরে লুকিয়ে রাখা বিস্ফোরকে বিস্ফোরণ ঘটায়। সিস্তান ও বেলুচিস্তানের পুলিশ প্রধান আলিরেজা মারহামাতি বলেছেন যে তারা “নাশকতামূলক অভিযান” চালাতে চেয়েছিল ।
ইরানি কর্তৃপক্ষ এই জঙ্গিদের পরিচয় সম্পর্কে কিছু না বললেও এর আগে জইশ আল-আদল সন্ত্রাসীরা সারাভান শহর এবং সিস্তান ও বেলুচিস্তানের অন্যান্য এলাকায় ইরানি নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালিয়েছিল । সিস্তান ও বেলুচিস্তান প্রদেশে অবস্থিত সারাভান, এই প্রদেশের রাজধানী জাহেদান থেকে ৩৪৭ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং প্রতিবেশী দেশ পাকিস্তানের সীমান্তে অবস্থিত ওই এলাকাটি । এর আগে সিস্তান ও বেলুচিস্তানের একটি পুলিশ স্টেশনে হামলার দায় স্বীকার করেছিল সন্ত্রাসী গোষ্ঠী জইশ আল-আদল গ্রুপ ।।