এইদিন ওয়েবডেস্ক,শ্রীনগর,০৪ মে : বৃহস্পতিবার জম্মু-কাশ্মীরের বারামুল্লা(Baramulla) জেলার ওয়ানিগাম পাত্তানের ক্রিরি(Wanigam Payeen Kreeri) এলাকায় সন্ত্রাসবাদী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয় । তাতে দুই সন্ত্রাসবাদী খতম হয়েছে বলে জানা গেছে । কাশ্মীর জোন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে,এদিন ভোরে সন্ত্রাসীদের উপস্থিতি সম্পর্কে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালায় নিরাপত্তাবাহিনী । বাহিনী সন্ত্রাসবাদীদের লুকিয়ে থাকার জায়গাটি ঘিরে ফেলে । পালানোর কোনো উপায় না দেখে দুই সন্ত্রাসবাদী নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে । বাহিনী পালটা গুলি চালালে দুই সন্ত্রাসবাদী মারা যায় । তবে তাদের পরিচয় অথবা তারা কোন সন্ত্রাসবাদী সংগঠনের সাথে যুক্ত তা এখনো জানা যায়নি বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে । পুলিশ জানিয়েছে,মৃত সন্ত্রাসবাদীদের কাছ থেকে একটি একে-৪৭ রাইফেল,একটি পিস্তল সহ অপরাধমূলক উপাদান, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে ।
উল্লেখ্য,বিগত ২৪ ঘণ্টায় উপত্যকায় এটি দ্বিতীয় এনকাউন্টার অভিযান । এর আগে বুধবার কুপওয়ারা জেলার মাচিল সেক্টরে নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর নিরাপত্তা বাহিনী সন্ত্রাসবাদীদের অনুপ্রবেশের প্রচেষ্টা ব্যর্থ করে । সেই সময় একটি এনকাউন্টারে দুই পাকিস্তানি সন্ত্রাসী খতম হয় ।।