এইদিন ওয়েবডেস্ক,শ্রীনগর,২৫ এপ্রিল : আজ বৃহস্পতিবার সন্ধ্যায় উত্তর কাশ্মীরের বারামুল্লা জেলার নওপোরা এলাকা সোপোরে গ্রামে সন্ত্রাসবাদীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয় । নিরাপত্তা বাহিনীর এনকাউন্টারে সন্ত্রাসী গোষ্ঠীর শীর্ষ কমান্ডার সহ ২ খতম হয়েছে বলে অসমর্থিত সূত্রের খবর ।
প্রতিবেদনে বলা হয়েছে যে সেনাবাহিনী, সিআরপিএফ এবং জম্মু ও কাশ্মীর পুলিশের একটি যৌথ দল সোপোরের পেথসির এলাকায় জঙ্গিদের উপস্থিতি সম্পর্কে বিশ্বাসযোগ্য ইনপুট পাওয়ার পরে একটি কর্ডন এবং অনুসন্ধান অভিযান শুরু করেছিল।
বাহিনীর যৌথ দল সন্দেহভাজন স্থানে পৌঁছলে লুকিয়ে থাকা সন্ত্রাসবাদীরা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় এবং সংঘর্ষ শুরু হয় ।
কাশ্মীরের উত্তরাঞ্চলে দুই দিনের মধ্যে এটি দ্বিতীয় বন্দুকযুদ্ধ। এর আগে বুধবার, উত্তর কাশ্মীরের বান্দিপোরা এলাকার রেনজি ফরেস্ট এলাকায় একটি বন্দুকযুদ্ধ হয়েছিল যেখানে দুই সেনা সদস্য আহত হয়েছেন ।।