প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,২ অক্টোবর : একই দিনে ট্রেন ও বাস দুর্ঘটনায় পূর্ব বর্ধমানে জখম হলেন দু’জন । মঙ্গলবার দুর্ঘটনা গুলি ঘটেছে জেলার জামালপুর ও গুসকরায়। জখম ব্যক্তিরা হলেন আনন্দ মল্লিক ও বংশী মণ্ডল। তাঁদের উদ্ধার করে চিকিৎসার জন্য বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে,এদিন
সকালে একটি ভলবো বাস ২ নম্বর জাতীয় সড়ক ধরে কলাকাতা অভিমুখে যাচ্ছিল । পথে জামালপুর থানার আবুজাটী এলাকায় বাসটি সামনে থাকা একটি বালি বোঝাই লরির পিছনে সজোরে ধাক্কা মারে । এই দুর্ঘটনায় বাসটির সামনের অংশ ও লরিটির পিছনের অংশ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়।দুর্ঘটনায় গুরুতর জখম হন উত্তর ২৪ পরগনার খড়দহ এলাকা নিবাসী ভলবো বাসের সামনের সিটের আরোহী আনন্দ মল্লিক (৬৪)। খবর পেয়ে পুলিশ দ্রত দুর্ঘটনাস্থলে পৌছে জখম ওই বাস যাত্রীকে উদ্ধার করে হসপাতালে পাঠায়। দুর্ঘটনার তদন্তের প্রয়োজনে পুলিশ দুর্ঘটনাগ্রস্ত বাস ও লরি আটক করেছে ।
অন্যদিকে এদিন সকালে চলন্ত ট্রেনে চাপতে গিয়ে চাকার নিচে পড়ে গিয়ে দুটি পা খোয়ান বংশী মণ্ডল (৩২) নামে এক যুবক । পেশায় কাঠ মিস্ত্রী ওই যুবকের বাড়ি গুসকরা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে।এদিন তিনি বোলপুরে কাজে যাওয়ার জন্য ট্রেনে উঠতে যাচ্ছিলেন । তখনই দুর্ঘটনাটি ঘটে । স্টেশনে থাকা অন্য যাত্রী ও রেল পুলিশ বংশী মণ্ডলকে দ্রত উদ্ধার করে প্রথমে গুসকরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। সেখানে শারীরিক অবস্থার অবনতী হলে তাঁকে বর্ধমান হাসপাতালে স্থানান্তর করা হয়