প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,০৯ অক্টৌবর : দামোদরে মাছ ধরা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে গুরুতর জখম হলেন দুই মৎসজীবী । শনিবার বিকালে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের জামালপুরে । রক্তাত অবস্থায় দুই মৎসজীবী পরিতোষ মণ্ডল ও বিধান বিশ্বাসকে উদ্ধার করে জামালপুর ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হয় । দু’জনকারী শারীরিক অবস্থা খারাপ থাকায় তাঁদের রাতে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাপালে স্থানান্তর করা হয়েছে । এই ঘটনার তদন্তে নেমে পুলিশ ৪ জনকে আটক করেছে । সংঘর্ঘের ঘটনায় জড়িত বাকি অভিযুক্তদেরও খোঁজেও পুলিশ তল্লাশি চালাচ্ছে ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে,জখম দুই মৎসজীবীর মধ্যে পরিতোষ মণ্ডলের বাড়ি জামালপুর-১ গ্রাম পঞ্চায়েতের উত্তর মোহনপুর গ্রামে । অপর জখম মৎসজীবী বিধান বিশ্বাস থাকেন জামালপুর ২ গ্রাম পঞ্চায়েতের বকুলতলা গ্রামে থাকেন । দামোদরে মাছ ধরা নিয়ে কয়েকদিন ধরেই এই দুই মৎসজীবী গোষ্ঠীর মধ্যে অশান্তি চলছিল ।
এদিন বিকালে তা চরম আকার নেয় । অভিযোগ এদিন বিকালে লাঠি ও ধারালো ছুরি হাতে নিয়ে দু’পক্ষ মারপিটে জড়ায় । মারপিট চলাকালীন ছুরিকাঘাতে গুরুতর জখম হন পরিতোষ মণ্ডল । তার প্রতিদ্বন্দ্বী বিধান বিশ্বাস মাথায় আঘাত পেয়ে জখম হন । দু’পক্ষই একে অপরের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ জানান । এসডিপিও (বর্ধমান দক্ষিণ) আমিনুল ইসলাম খাঁন জানিয়েছেন ,
“ঘটনার তদন্ত শুরু হয়েছে ।ছুরি মারার ঘটনায় চার জনকে আটক করা হয়েছে । ঘটনার সঙ্গে আরও কারা কারা যুক্ত ছিল তা খতিয়ে দেখা হচ্ছে ।’।