এইদিন স্পোর্টস নিউজ,১১ জানুয়ারী : পেশাদার বা ঘরোয়া ক্রিকেটে দুর্ঘটনা প্রায়ই ঘটে থাকে । কখনো কখনো খেলোয়াড়দের প্রাণ পর্যন্ত হারাতে হয় । ফের এমনই দুর্ঘটনার সাক্ষী থাকল ভারত । মুম্বাইয়ে মাথায় বল লেগে মৃত্যু হল এক খেলোয়াড়ের । অন্যদিকে নয়ডাতে খেলা চলাকালীন এক খেলোয়াড়ের হৃদরোগে মৃত্যু হল ।
মাথায় বল লেগে মৃত্যুর ঘটনাটি ঘটেছে মুম্বাইয়ের মাটুঙ্গা মাঠে । মুম্বাইয়ের মাটুঙ্গার মেজর দাদকর ময়দানে এমন ঘটনা বহুবার ঘটেছে । সোমবার ম্যাচে ফিল্ডিং করা ক্রিকেটার জয়েশ সাভলান (৫২) মাথায় বলের আঘাতে মারা যান । তিনি দাদার ইউনিয়ন স্পোর্টিং ক্লাবে সাবলা কচি কমিউনিটি ক্রিকেট টুর্নামেন্টে খেলছিলেন । সাভলা সেই ভেন্যুতে ফিল্ডিং করছিলেন,এটি ছিল তার দ্বিতীয় ম্যাচ । একজন ব্যাটসম্যান পাওয়ারবলে পুল শট খেলেন এবং বলটি জয়েশ সাভলার মাথার পিছনে সজোরে আঘাত করে । সাওয়ালাকে দ্রুত সাইন হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
পাশাপাশি নয়ডা থেকে ক্রিকেট মাঠে মৃত্যু সংক্রান্ত একটি মামলাও প্রকাশ্যে এসেছে। নয়ডায় একজন উদীয়মান ক্রিকেটারও মারা গেছেন । নয়ডার একটি প্রযুক্তি সংস্থায় কর্মরত বিকাশ নেগি রবিবার একটি মাঠে ব্যাট করছিলেন। তিনি নন-স্ট্রাইকে ছিলেন, অন্য ব্যাটসম্যান একটি চার মারেন, তাই তিনি রান নিতে ছুটে আসেন । এর পরে, যখন জানা যায় চার হয়েছে তিনি তাকে সহ খেলোয়াড়কে অভিনন্দন জানাতে যান । এরপর দু’জনই গ্লাভস খুলে নিজ নিজ প্রান্তে চলে গেল।
আর তখনই মাঝমাঠে লুটিয়ে পড়েন বিকাশ নেগি। প্রতিপক্ষ দলের উইকেটরক্ষক,বোলার,সব খেলোয়াড় তার কাছে এসে প্রাণ বাঁচানোর চেষ্টা করে। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তার আগেই তার মৃত্যু হয়। প্রাথমিক রিপোর্ট অনুসারে, বিকাশ এর আগে কোভিড সংক্রামিত হয়েছিল কিন্তু সুস্থ ছিল। নিজেকে ফিট রাখতে নয়ডা ও দিল্লিতে ঘন ঘন ক্রিকেট খেলতেন তিনি । উল্লেখ্য,গত কয়েক বছর ধরে তরুণদের মধ্যে হার্ট অ্যাটাকের প্রবণতা বেড়েছে। হৃদরোগ বিশ্বব্যাপী মৃত্যুর একটি উল্লেখযোগ্য কারণ এবং গত পাঁচ বছরে ভারতে হৃদরোগ বেড়েছে ।।