এইদিন ওয়েবডেস্ক,জম্মু-কাশ্মীর,২৩ এপ্রিল : পহেলগাম সন্ত্রাসী হামলার ঠিক একদিন পর, উত্তর কাশ্মীরের উরি সেক্টরে দুই পাকিস্তানি সন্ত্রাসীকে নিকেশ করেছে ভারতীয় সেনা । ওই দুই পাকিস্তানি সন্ত্রাসী নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা করেছিল । উরি নালার কাছে সরজীবনের জেনারেল এলাকায় পাকিস্তান থেকে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিল দুই পাকিস্তানি সন্ত্রাসী। তীব্র বন্দুকযুদ্ধ শুরু হয়। দুই সন্ত্রাসী খতম হয়। সন্ত্রাসীদের কাছ থেকে দুটি একে রাইফেল, একটি পিস্তল এবং একটি আইইডি সহ অস্ত্র উদ্ধার করা হয়েছে ।
এদিকে অসমর্থিত সূত্রের খবর, উত্তর কাশ্মীরের যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান। তাত্তা পানি সেক্টরে(Tatta Pani Sector) ভারতীয় সেনাবাহিনীর পাল্টা গুলিবর্ষণের পর কমপক্ষে ১২ জন পাকিস্তানি সেনা নিহত, ৩টি পোস্ট এবং ২টি আর্টিলারি পোস্ট ধ্বংস। ভারী কামান ও মর্টার শেলিং চালানোর খবর পাওয়া গেছে ।।