এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০২ এপ্রিল : বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরোধিতার জেরে সরানো হলো নির্বাচন কমিশনের দুই আধিকারিককে । তারা হলেন অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অমিত রায় চৌধুরী ও জয়েন্ট সিইও রাহুল নাথ । অমিত রায় চৌধুরী ১০ বছর ধরে এবং রাহুল নাথ ৬ বছর ধরে নিজের নিজের পদে বহাল ছিলেন । সোমবার নির্বাচন কমিশন একটি বিজ্ঞপ্তি জারি করে ওই দুই আধিকারিক কে সরানোর কথা ঘোষণা করে ।
রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ঠ দুই আধিকারিকের বিষয়ে সম্প্রতি আপত্তি তুলেছিলেন শুভেন্দু অধিকারী । তিনি আশঙ্কা প্রকাশ করে নির্বাচন কমিশনকে একটি চিঠি লেখে জানান যে ওই দুই আধিকারিকের অধীনে সুষ্ঠুভাবে নির্বাচন প্রক্রিয়া চালানো সম্ভব নয় । তিনি দুই আধিকারিককে সরানোর জন্য আবেদন করেছিলেন । অবশেষে তার আবেদনা সাড়া দিয়ে নির্বাচন কমিশন রাজ্যের দুই আধিকারিক কে লোকসভা ভোটের আগেই সরিয়ে দিল । এর আগে মমতা ব্যানার্জির অনুগত রাজীব কুমারকে ডিজিপি করা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিল রাজ্যের বিরোধী দলগুলি । তার জেরে গত ১৮ মার্চ রাজীব কুমারকে সরিয়ে বিবেক সহায়কে রাজ্যের ডিজিপি করা হয়েছিল । কিন্তু পরের দিনে বিবেক সহায়কে সরিয়ে দিয়ে তার স্থলাভিষিক্ত করা হয় আইপিএস সঞ্জয় মুখোপাধ্যায়কে ।।