এইদিন ওয়েবডেস্ক,কাশ্মীর,৩০ জুলাই : অনুপ্রবেশ বিরোধী একটি সফল অভিযানে, ভারতীয় সেনাবাহিনীর সতর্ক বাহিনী নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টারত দুই সন্ত্রাসীকে খতম করেছে। দ্রুত পদক্ষেপ এবং নির্ভুল অস্ত্রের মাধ্যমে তাদের ঘৃণ্য পরিকল্পনা ব্যর্থ করা হয়েছে। তিনটি অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনীর ১৬ কর্পস । জম্মু ও কাশ্মীরের পুঞ্চে সেনার এনকাউন্টারে নিকেশ হয় ওই দুই পাকিস্তানি সন্ত্রাসী । কয়েকদিন আগে শ্রীনগরের কাছে সেনার অভিযানে তিন সন্ত্রাসীকে খতম করা হয়েছিল যারা পহলগাম হামলায় জড়িত ছিল ।
আজ বুধবার সকালে সেনাবাহিনীর হোয়াইট নাইট কর্পস এক্স হ্যান্ডেলে একটি পোস্টে বলেছে ‘পুঞ্চ সেক্টরে জওয়ানরা দুই ব্যক্তির সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করলে গুলি বিনিময় হয় ।’ পরে জম্মু ও কাশ্মীর পুলিশের মহাপরিচালক নলিন প্রভাত একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে জানান, নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে দুই জঙ্গি নিকেশ হয়েছে।
২২ এপ্রিল পহলগামে জঙ্গি হামলায় ২৬ জন নিহত হন। যার মধ্যে ২৫ জন হিন্দু পর্যটক এবং একজন স্থানীয় বাসিন্দা । হিন্দু পরিচয় নিশ্চিত হওয়ার পরেই পর্যটকদের হত্যা করে সন্ত্রাসীরা । যা ঘিরে পরবর্তীতে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাত বাধে। পহেলগাম হামলায় যুক্ত তিন সন্ত্রাসবাদীকে সোমবার নিকেশ করে নিরাপত্তা বাহিনী। মঙ্গলবার লোকসভায় এমনই দাবি করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা। এদিন সকালে জম্মু ও কাশ্মীরের পুঞ্চে ফের দুই পাকিস্তানি সন্ত্রাসীকে নিকেশ করল বাহিনী। ওই সন্ত্রাসীরা লস্কর-ই-তৈবার সঙ্গে যুক্ত ছিল বলে প্রাথমিক অনুমান ।
এদিকে জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলায় দুই সন্দেহভাজন ব্যক্তির গতিবিধির পর নতুন করে তল্লাশি অভিযান শুরু করা হয়েছে বলে বুধবার কর্মকর্তারা জানিয়েছেন। মঙ্গলবার গভীর রাতে পুলিশ শ্রীনগরগামী একটি প্রাইভেট কার আটক করে, যার ফলে চীনা ও তুরস্কের তিনটি পিস্তল এবং কিছু গোলাবারুদ উদ্ধার করা হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। তারা জানিয়েছেন, গাড়ির চালক, শ্রীনগরের আজান হামিদকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার সন্ত্রাসী যোগসূত্রের জন্য জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
কর্মকর্তারা জানিয়েছেন, অস্ত্র ও গোলাবারুদ সীমান্তের ওপার থেকে পাচার করা হয়েছিল এবং কাশ্মীরে পরিবহন করা হচ্ছিল। এই ঘটনায় আরও গ্রেপ্তার এবং অস্ত্র উদ্ধারের আশা করা হচ্ছে। কর্মকর্তারা জানিয়েছেন, দুই সন্দেহভাজন ব্যক্তির গতিবিধির তথ্য পাওয়ার পর কাঠুয়া জেলার চাব্বা চক, রামপুর এবং সংলগ্ন এলাকায় নিরাপত্তা বাহিনী তল্লাশি অভিযান শুরু করেছে ।।