এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৭ আগস্ট : মশলাসহ ২ দুস্কৃতীকে গ্রেফতার করেছে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থানার পুলিশ । ধৃতরা হল মঙ্গলকোট থানার কুলসোনা গ্রামের বাসিন্দা মনোয়ার খান এবং কাটোয়ার গৌরাঙ্গপাড়ার বাসিন্দা সৌরভ বন্দোপাধ্যায় ৷ সোমবার সন্ধ্যায় কাটোয়া বর্ধমান রোডে সিপাইদিঘি মোড়ের কাছে প্রায় তিন কেজি বোমার মশলাসহ তাদের পাকড়াও করে পুলিশ । আজ মঙ্গলবার ধৃতদের কাটোয়া মহকুমা আদালতে তোলা হলে বিচারক দুজনকে ৭ দিনের জন্য পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে,মনোয়ার খান একজন বেআইনি অস্ত্র কারবারী । সে ঝাড়খণ্ড এবং বিহার থেকে বেআইনি আগ্নেয়াস্ত্র,গুলি ও বোমার মশলা নিয়ে এসে তার এজেন্টদের কাছে বিক্রি করে । সৌরভ তার অন্যতম এক এজেন্ট । এর আগেও সৌরভ বেআইনি অস্ত্র বিক্রি করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েছিল । সোমবার দু’জনে একটা থলিতে তিন কেজি বোমার মশলা ভরে একটা বাসে চড়ে এসে সিপাইদিঘি মোড়ে নামে ৷ কিন্তু গোপন সূত্র থেকে পুলিশ আগাম খবর পেয়ে যায় । স্ট্যান্ডে বাস আসার আগেই সাদা পোশাকে সেখানে ওত পেতে বসে থাকে কাটোয়া থানার পুলিশের একটা দল । এরপর দুই দুষ্কৃতী বাস থেকে নামতেই পুলিশ তাদের ঘিরে ধরে এবং থলিতে তল্লাশি চালাতেই বোমার মশলা দেখতে পায় । পুলিশ দু’জনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে । আজ তাদের আদালতে তোলা হয় ।।