এইদিন ওয়েবডেস্ক,বিহার,২৬ এপ্রিল : বিহারের মোতিহারি জেলার পূর্ব চম্পারণের কুন্ডোয়া চৈনপুর রেলওয়ে স্টেশনের কাছে আরপিএফ দুই মুসলিম যুবককে গ্রেপ্তার করেছে। তাদের কাছ থেকে কয়েক ডজন রেলওয়ে ট্র্যাকের প্যান্ড্রোল ক্লিপ উদ্ধার করা হয়েছে। কর্তৃপক্ষের সন্দেহ, তারা সম্ভবত বড় ধরণের কোনও নাশকতা ঘটানোর জন্য রেললাইনের ট্র্যাকের পেন্ড্রল ক্লিপগুলি খুলে ফেলেছিল। জানা গেছে,ওই দুই জিহাদি মাদ্রাসায় পড়াশোনা করে । ঘটনাটি ঘটেছে শুক্রবার (২৫ এপ্রিল) ।
প্রসঙ্গত,পেন্ড্রল ক্লিপগুলি ইস্পাত দিয়ে তৈরি এবং ট্রেনের ওজন বহন করতে সক্ষম । এমতবস্থায় সেগুলি খুলে দিলে রেললাইন বেঁকে গিয়ে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারতো । শুক্রবার রেললাইনে রুটিন নজরদারির সময় আরপিএফ লক্ষ্য করে যে কয়েকজন মুসলিম যুবক পেন্ড্রল ক্লিপ খুলছে । রেলপুলিশ তাদের ধাওয়া করলে পালানোর চেষ্টা করে । বাকিরা পালাতে সক্ষম হলেও ২ জন জিহাদি ধরা পড়ে যায় । পাশাপাশি কয়েক ডজন পেন্ড্রল ক্লিপ উদ্ধার করে আরপিএফ । মাদ্রাসার ছাত্রদের ওই দলটি বড়সড় নাশকতা ঘটানোর ষড়যন্ত্র করেছিল বলে সন্দেহ আরপিএফের। এই ঘটনার সঙ্গে কোনো ইসলামি সন্ত্রাসবাদী সংগঠনের যুক্ত থাকার সম্ভাবনার কথাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

আরপিএফ দুই যুবককে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। পুলিশ সব দিক খতিয়ে দেখছে। কর্মকর্তারা আরও জানার চেষ্টা করছেন যে যুবকরা এই তথ্য কোথা থেকে পেল এবং তাদের লক্ষ্য কোনও বড় ষড়যন্ত্র চালানো ছিল কিনা । প্রসঙ্গত,ভারতের রেল নেটওয়ার্ক ১০৮,৭০৬ কিলোমিটার, যেখানে প্রতিদিন ১৩,০০০ ট্রেন চলাচল করে। এর আগে দেশের বিভিন্ন রাজ্যে রেল লাইনের উপর পাথর, গ্যাস সিলিন্ডার, সিমেন্টের পিলার রেখে নাশকতার ছক কষেছিল জিহাদিরা । তবে আরপিএফ-এর সতর্কতার জন্য দুর্ঘটনা রোধ করা সম্ভব হয়েছে । কিন্তু এই প্রকার জিহাদি কর্মকাণ্ডের উত্তরোত্তর বৃদ্ধি দেশের নিরাপত্তার জন্য ভয়ঙ্কর হুমকি হয়ে দাঁড়িয়েছে । আরপিএফ জানিয়েছে, বাকিদের সন্ধান চলছে ।।

