এইদিন ওয়েবডেস্ক,শ্রীনগর,০৯ জুলাই : জম্মু- কাশ্মীরের ডোডা (Doda)জেলার ভাংঘরু গান্দোহ (Bhanghroo Gandoh) গ্রামে একটি যাত্রীবাহী বাস ভূমিধসের কবলে পড়েছে । দূর্ঘটনায় ‘জনের মৃত্যু হয়েছে এবং একজন আহত হয়েছে । নিহতরা হলেন,কাহারার বাসিন্দা আমির সোহেল ও হালোর চাঙ্গার বাসিন্দা মুদাসির আলী । আহতকে এসডিএইচ গান্দোহতে স্থানান্তরিত করা হয়েছে । জানা গেছে,এদিন বাসটি গাওয়ারি গান্দোহ থেকে জম্মু (Jammu) যাচ্ছিল । ভাংঘরু গান্দোহের কাছে এলে ভূমিধসের কবলে পড়ে বাসটি । খবর পেয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের বাস থেকে উদ্ধার করে । কিন্তু তার আগেই দু’জনের মৃত্যু হয় ।
এদিকে জম্মু ও কাশ্মীরে খারাপ আবহাওয়ার কারণে রবিবার টানা তৃতীয় দিনের মতো বার্ষিক অমরনাথ যাত্রা স্থগিত করা হয়েছে । জম্মু-শ্রীনগর জাতীয় মহাসড়ক ভুমিধসের জেরে বন্ধ হওয়ার কারণে কর্তৃপক্ষ রবিবার জম্মু বেস ক্যাম্পে শ্রদ্ধালুদের একটি দলকে আটকে দেয় । যাত্রা স্থগিত করার পরে প্রায় ৬,০০০ জন তীর্থযাত্রী রামবানে আটকা পড়েছেন । শনিবার কর্ণাটক সরকার জানিয়েছে, প্রতিকূল আবহাওয়ার কারণে অমরনাথ গুহা থেকে ছয় কিলোমিটার দূরে পাঁচতার্নিতে কর্ণাটকের অন্তত ৮০ জন লোক আটকা পড়েছে ।
জেলা প্রশাসক এএনআইকে বলেছেন যে তীর্থযাত্রীদের যাতে কোনও সমস্যা না হয় তা নিশ্চিত করতে প্রশাসন সমস্ত পদক্ষেপ নিচ্ছে । উল্লেখ্য, পয়লা জুলাই যাত্রা শুরুর পর থেকে অন্তত ৬৭,৫৬৬ জন তীর্থযাত্রী অমরনাথ গুহা মন্দির পরিদর্শন করেছেন ।।
ছবি ও তথ্যসূত্র : সৌজন্যে রাইজিং কাশ্মীর ।