এইদিন ওয়েবডেস্ক,কিয়েভ,১৬ নভেম্বর : রাশিয়া-ইউক্রেন যুদ্ধে জি-৭ ও ন্যাটো ভুক্ত দেশগুলির জড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে । কারন ইউক্রেনের খেরশন প্রদেশ থেকে সেনা প্রত্যাহারের পর মঙ্গলবার ফের জোরদার হামলা চালিয়েছে রাশিয়া । ইউক্রেনের কিয়েভ, লভিভ, খারকিভ, পোলতাভা, ওডেসাসহ বেশ কয়েকটি শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় রুশ বাহিনী । মিডিয়া রিপোর্ট অনুযায়ী, একজন আমেরিকান গোয়েন্দা কর্মকর্তা বলেছেন যে কিছু রুশ ক্ষেপণাস্ত্র ন্যাটো দেশ পোল্যান্ডেও পড়েছে । রুশ ক্ষেপণাস্ত্র ইউক্রেন সীমান্তের নিকটবর্তী পোলিশ গ্রাম প্রিজেওডোতে গিয়ে পড়ে । এতে দুইজন নিহত হয়েছে ।
পোলিশ বিদেশ মন্ত্রণালয় মঙ্গলবার গভীর রাতে এক প্রতিবেদন বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে,সঙ্কটময় এই পরিস্থিতির কারণে শীর্ষ নেতাদের জরুরি বৈঠক হয়েছে । পোল্যান্ডের প্রধানমন্ত্রী মাতেউস মোরাভিকির নেতৃত্বে ওই বৈঠক হয় । বৈঠকের পর পোলিশ প্রধানমন্ত্রী বলেন, এই পরিস্থিতি মোকাবেলায় পোলিশ সেনাবাহিনীর কিছু অতিরিক্ত ইউনিট মোতায়েন করা হয়েছে। আকাশপথে নজরদারির উপর আমরা বিশেষ গুরুত্ব দিচ্ছি । ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন,সন্ত্রাস আমাদের দেশের সীমান্তে সীমাবদ্ধ নয় । ন্যাটো অঞ্চলে হামলা খুবই গুরুতর বিষয়। এ বিষয়ে ব্যবস্থা নেওয়া প্রয়োজন । এদিকে পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র হামলার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জি-৭ ও ন্যাটো নেতাদের জরুরি বৈঠক ডেকেছেন । অন্যদিকে পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র পড়ার খবর প্রত্যাখ্যান করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ।।