এইদিন ওয়েবডেস্ক,ইসলামাবাদ,০৮ এপ্রিল : পাকিস্তানের মিডিয়া রিপোর্ট অনুযায়ী, রবিবার রাতে দেশটির দক্ষিণ-পশ্চিম পাকিস্তানে একটি মোটরসাইকেল বোমা বিস্ফোরণে দুইজন নিহত এবং পাঁচজন আহত হয়েছে। ঘটনাটি বেলুচিস্তান প্রদেশের ধারাবাহিক অস্থিরতার মধ্যে সর্বশেষ ঘটনা, যেখানে সাম্প্রতিক সপ্তাহগুলিতে স্বাধীনতাকামী বেলুচিস্তান লিবারেশন আর্মির যোদ্ধারা একটি নৌ সুবিধা এবং একটি সরকারি ভবনকে লক্ষ্যবস্তু করেছে৷
প্রতিবেশী সিন্ধু প্রদেশের বন্দর শহর করাচির সাথে প্রাদেশিক রাজধানী কোয়েটার সংযোগকারী প্রধান হাইওয়েতে অবস্থিত একটি শহর খুজদারে বিস্ফোরণটি ঘটে। হামলাকারীদের এখনো শনাক্ত করা যায়নি। স্থানীয় গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় জেলা প্রশাসক মুহাম্মদ আরিফ জারকন বলেন, আহতদের মধ্যে একজন নারী ও দুই পুলিশ কর্মকর্তা রয়েছেন।
বেলুচিস্তানকে পাকিস্তানের কবল থেকে মুক্ত করত্ব দীর্ঘকাল ধরে বিদ্রোহ চালিয়ে যাচ্ছে বি এল এ। বিদ্রোহ দমনের সরকারি দাবি সত্ত্বেও এই অঞ্চলে সহিংসতা অব্যাহত রয়েছে। গত শনিবার, একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) হামলায় একজন নিহত এবং তিনজন সেনাসহ ১৪ জন আহত হয়।।