এইদিন ওয়েবডেস্ক,কাবুল,২৫ ডিসেম্বর : আফগানিস্তানের সীমান্তবর্তী পাকিস্থানের উত্তর-পশ্চিমের অঞ্চল ঝাওবের (Zhob) সামবাজা (Sambaza) এলাকায় পাকিস্তান সেনা ও তেহরিক-ই-তালিবান পাকিস্তান যোদ্ধাদের গুলির লড়াই হয়েছে শনিবার রাতে । পাকিস্তানি সামরিক বাহিনী রবিবার বলেছে, তারা টিটিপি সদস্যদের লুকিয়ে থাকার খবর পেলে এলাকাটি ঘিরে রেখে তল্লাশি অভিযান চালায় । সেই সময় দু’পক্ষের মধ্যে গুলির লড়াই শুরু হয় । রাতভর সংঘর্ষে একজন পাক সেনা এবং একজন টিটিপি যোদ্ধা নিহত হয়েছে । আহত হয়েছেন আরও দুই সেনা ।
উল্লেখ্য,পাকিস্তানি তালিবান আসলে তেহরিক-ই- তালিবান পাকিস্তান নামে পরিচিত । গত মাস থেকে তারা যুদ্ধবিরতি লঙ্ঘন করে পাকিস্তানি নিরাপত্তা বাহিনীকে লাগাতার আক্রমণ করে যাচ্ছে । পাকিস্তানি তালিবান একটি পৃথক গোষ্ঠী হলেও আফগান তালিবানদের সাথে তাদের ঘনিষ্ঠতা আছে । এক বছর আগে আফগানিস্তানে মার্কিন ও ন্যাটো সৈন্য প্রত্যাহারের পর আফগানিস্তানে ক্ষমতা দখল করে তালিবান । আর তার পর থেকেই তারা পাকিস্তানি তালিবানদের পাকিস্থানে হামলা চালাতে উৎসাহিত করেছে বলে অভিযোগ ইসলামাবাদের ।
এদিকে ডুরান্ড লাইন বরাবর টিটিপির সন্ত্রাস মোকাবেলায় মার্কিন যুক্তরাষ্ট্র আর্থিক সহায়তা দেবে বলে জানিয়েছেন পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি । অন্যদিকে তালিবানের ভারপ্রাপ্ত বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি রবিবার কাবুলে এক বৈঠকে বলেছেন, ‘আমরা আমাদের নিকটতম প্রতিবেশীকে সতর্ক করছি যে ডুরান্ড লাইনে উত্তেজনা কারোর স্বার্থ সিদ্ধি করবে না । পাকিস্তানের উচিত আফগানিস্তানের সাথে যোগাযোগ করা ।’।