দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),০৯ সেপ্টেম্বর : ৮২ বছরের বৃদ্ধার জরায়ুতে ছিল ২ কেজি ওজনের টিউমার । অপারেশন করে ওই টিউমার বের করে বৃদ্ধার প্রাণ বাঁচালেন পূর্ব বর্ধমান জেলার কাটোয়া মহকুমা হাসপাতালের শল্য চিকিৎসক । নদিয়া জেলার মাটিয়ারির বাসিন্দা তুফানি দাস নামে ওই বৃদ্ধা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন । হাসপাতালের শল্য চিকিৎসক ডঃ সুদীপ্ত চট্টোপাধ্যায় বলেন,’অনেক আগেই ওই টিউমার জন্ম নিয়েছিল । দীর্ঘদিন চিকিৎসা না করানোর ফলে এতটা বড় আকার ধারণ করেছে । রোগীর বয়সের কারনে অপারেশন ঝুঁকিপূর্ণ ছিল । অবশ্য সফল অস্ত্রোপচারের পর এখন রোগী এখন সুস্থই রয়েছেন ।’
পরিবার সুত্রে জানা গেছে,কয়েকদিন ধরে বৃদ্ধা তুফানি দাসের তলপেটে যন্ত্রণার উপসর্গ দেখা দেয় । সময়ের সাথে সাথে যন্ত্রণা তীব্র আকার ধারণ করে । ঠিকমত খাওয়া দাওয়া করতে পারতেন না । ফলে চরম কাহিন হয়ে পড়েছিলেন ওই বৃদ্ধা । বৃদ্ধার মেয়ে শিখা দাস বলেন,’আমরা ভেবেছিলাম মায়ের গ্যাস অম্বলের সমস্যা । তাই ব্যাথা হলে মা’কে গ্যাস অম্বলের ওষুধ দিতাম । তাতেও ব্যাথা কমছিল না । সেই কারনে বুধবার মা’কে কাটোয়া হাসপাতালে চিকিৎসার জন্য এনেছিলাম । চিকিৎসকরা মায়ের কিছু পরীক্ষা নিরীক্ষা করাতে বলেন । শেষে ওই সমস্ত রিপোর্ট দেখে চিকিৎসকরা জানান,মায়ের জরায়ুতে একটা বড় টিউমার আছে ।’
জানা গেছে,চিকিৎসকরা বৃদ্ধার অপারেশনের কথা বললে অঘটনের আশঙ্কায় প্রথমে পরিবারের লোকজন রাজি হয়নি । চিকিৎসকরা আশ্বস্ত করলে তাঁরা রাজি হন । অবশেষে বৃহস্পতিবার ঘন্টা খানেকের অস্ত্রোপচারে প্রায় ২ কেজি ওজনের ওই টিউমারটি বের করেন শল্য চিকিৎসক ডঃ সুদীপ্ত চট্টোপাধ্যায় ।
কাটোয়া মহকুমা হাসপাতালের সুপার ডা: সৌভিক আলম বলেন,’মহিলাদের প্রজননক্ষম বয়সে জরায়ুতে সাধারণত ফাইব্রয়েড বা মায়োমা টিউমার হয় । জরায়ুর পেশির অতিরিক্ত ও অস্বাভাবিক বৃদ্ধির ফলে এই টিউমারের সৃষ্টি হয় । ওই বৃদ্ধার জরায়ুতেও প্রায় দু’ কেজি ওজনের মায়োমা ছিল ।
সফল অস্ত্রোপচার করে টিউমারটি বের করা আছে । রোগী এখন সুস্থ আছেন ।’।