এইদিন ওয়েবডেস্ক,বীরভূম,০৯ মে : ভারত- পাকিস্থানের যুদ্ধের আবহেই বীরভূমে গ্রেপ্তার হল নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন জামাত-উল-মুজাহিদিনের ২ সন্ত্রাসবাদী । পুলিশ জানিয়েছে,ধৃত দুই সন্ত্রাসবাদী বীরভূমেরই বাসিন্দা । ধৃত আজমল হোসেন(২৮) নলহাটির বাসিন্দা এবং দ্বিতীয় সন্ত্রাসী সাহেব আলি খানের(২৮) বাড়ি মুরারই এলাকায় । বৃহস্পতিবার মধ্যরাতে বাড়ি থেকেই দুই সন্ত্রাসীকে পাকড়াও করে রাজ্য পুলিশের স্পেশাল টার্স্ক ফোর্স(এসটিএফ) । “গাজওয়াতুল হিন্দ”-এর লক্ষ্যে তারা ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য মুসলিম যুবকদের মগজধোলাই করছিল বলে জানতে পারা গেছে । আজ শুক্রবার দুই সন্ত্রাসবাদীকে আজ রামপুরহাট আদালতে পেশ করা হলে তাদের এসটিএফ-এর হেফাজতে পাঠানো হয় ।
এসটিএফ সূত্রে খবর,জামাত-উল-মুজাহিদিনের ধৃত সন্ত্রাসবাদী আজমল হোসেন ও সাহেব আলি খানের মূল কাজ ছিল মুসলিম যুবকদের মগজধোলাই করে সন্ত্রাসী কর্মকান্ডে লিপ্ত করা । মুসলিম যুবকদের টানতে এনক্রিপটেড অ্যাপের মাধ্যমে রাষ্ট্রদ্রোহী ও ধর্মীয় উসকানিমূলক মেসেজ পাঠানো তারা৷ পাশাপাশি টার্গেট কিলিং ও নাশকতা ঘটানোর জন্য তারা বিস্ফোরক তৈরি ও আগ্নেয়াস্ত্র জোগারের কাজ করছিল। এর আগে আজমল বাংলাদেশে ঢোকার চেষ্টা করেছিল। সেখানেও সে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত ছিল বলে জানতে পেরেছে তদন্তকারী দল । দিন দুয়েক আগে বীরভূমের নলহাটিতে বিপুল পরিমাণে বিস্ফোরক উদ্ধার হয়। ওই বিস্ফোরক দিয়স জামাত-উল মুজাহিদিনের ওই সন্ত্রাসীরা জেলায় বড়সড় নাশকতা ঘটানোর ছক কষেছিল কিনা তদন্ত করে দেখছে পুলিশ ।।

