দিব্যেন্দু রায়,বর্ধমান,০১ অক্টোবর : ইস্ট ইন্ডিয়া ক্যারাটে চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের সুযোগ পেল পূর্ব বর্ধমান জেলার ২ কিশোরী । অয়ন্তিকা সাহা ও শ্রেয়সী ঘোষ নামে ওই দুই খুদে বর্ধমান শহরের বাসিন্দা রেনসি দেবাশীষ কুমার মন্ডলের সংস্থা বর্ধমান ক্যারাটে-ডো এসোসিয়েশনের শিক্ষার্থী । অয়ন্তিকা সাহা ৯ বছরের অনুর্ধ ৩৫ কেজি মহিলা কুমিতে বিভাগে রুপো জয়লাভ করেছে । শ্রেয়সীও অসাধারন দক্ষতা দেখায়, কিন্তু অল্পের জন্য তার পদক হাতছাড়া হয়ে যায় । সংস্থার প্রশিক্ষক তথা সাধারণ সম্পাদক দেবাশীষবাবু বলেন,’ক্যারাটে ইন্ডিয়া অরগানাইজেশন অনুমোদিত এই ইস্ট ইন্ডিয়া জোনাল প্রতিযোগিতায় পূর্ব বর্ধমান জেলার এই খুদে ক্যারাটেকার সাফল্যে আমরা সকলে খুব খুশি ও গর্বিত।’
ইস্ট ইন্ডিয়া ক্যারাটে এসোসিয়েশন এর পরিচালনায় এবং জোনাল ক্যারাটে সংস্থার সভাপতি হানসি প্রেমজিত সেনের তত্ত্বাবধানে ‘চতুর্থ ইস্ট ইন্ডিয়া ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ২০২৪’ অনুষ্ঠিত হয়েছিল গত ২৮ ও ২৯ সেপ্টেম্বর, বিহারের রাজধানী পাটনায় ।পাটনার নাসরিগঞ্জের সেন্ট ডমিনিক স্যাভিও হাই স্কুলে আয়োজিত ওই প্রতিযোগিতায় অংশগ্রহন করে পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ,এই ৫ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে প্রায় ৫৫০ জন প্রতিযোগী । পূর্ব বর্ধমান জেলা থেকে মাত্র ২ জন প্রতিযোগী অংশগ্রহণের সুযোগ পেয়েছিল বলে জানিয়েছেন দেবাশীষ কুমার মন্ডল ।।