এইদিন ওয়েবডেস্ক,নন্দীগ্রাম(পূর্ব মেদিনীপুর),১০ মে : বুধবার পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে বাস ও যাত্রীবাহী ট্রেকারের মুখোমুখি সংঘর্ষে ২ জনের মৃত্যু হয়েছে । আহত হয়েছে অন্তত ১৮ জন । দূর্ঘটনাটি ঘটেছে নন্দীগ্রাম-চন্ডীপুর রাজ্য সড়কের খোদামবাড়ি শ্যামরাইপুর এলাকায় । প্রথমে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার কাজে হাত লাগায় । পরে খবর পেয়ে পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ২ জনকে মৃত বলে ঘোষণা করেন । হতাহতদের অধিকাংশ ট্রেকারের যাত্রী ছিল বলে জানা গেছে ।
এই ঘটনায় শোক প্রকাশ করেছে নন্দীগ্রামের বিধায়ক তথা বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । তিনি টুইট বার্তায় বলেছেন,’আমার বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে একটি দুর্ভাগ্যজনক বাস দুর্ঘটনার মর্মান্তিক খবরে আমি অত্যন্ত মর্মাহত।
এখন পর্যন্ত ২ জন প্রাণ হারিয়েছে এবং ১৮ জনের বেশি আহত হয়েছে । প্রিয়জনদের হারিয়ে শোকাহত পরিবারের সদস্যদের প্রতি আমার আন্তরিক সমবেদনা । আমি আহতদের দ্রুত আরোগ্যের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করছি। আমি আমার সীমিত সামর্থ্য অনুযায়ী তাদের প্রয়োজনীয় সব ধরনের সাহায্য করার চেষ্টা করব ।’।

