এইদিন ওয়েবডেস্ক,ঝাড়সুগুদা,২০ এপ্রিল : শুক্রবার ওড়িশার ঝাড়সুগুদা জেলার লক্ষনপুর ব্লকের সারদা এলাকায় মহানদীতে নৌকাডুবির ঘটনায় অন্তত ২ জনের মৃত্যু হয়েছে এবং আরও সাতজন নিখোঁজ রয়েছে । সংবাদ মাধ্যমের প্রতিবেদনে জানা গেছে,বারগড় জেলার বনঝাপল্লী এলাকা থেকে শিশু ও মহিলাসহ প্রায় ৫০ জন যাত্রীকে নিয়ে নদী পারাপার করছিল নৌকাটি । কিন্তু লখনপুরের সারদায় এলে নৌকাটি ডুবে যায় ।
কিছু স্থানীয় জেলে নৌকা ডুবে যেতে দেখে তৎক্ষণাৎ সাহায্যের জন্য এগিয়ে আসে এবং ৪০ জনকে উদ্ধার করতে সক্ষম হয়। তবে বাকিরা নদীতে নিখোঁজ হয়ে যায় । একটি শিশুকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা ছত্তিশগড়ের বাসিন্দা রাধিকা নিসাদ নামে এক মহিলার মৃতদেহ উদ্ধার করেছে ।
ঝাড়সুগুদার কালেক্টর কার্তিকেয় গোয়েল, ঘটনাস্থলে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে বলেছেন, ‘ওডিশা ডিজাস্টার র্যাপিড অ্যাকশন ফোর্স (ODRAF) অনুসন্ধান অভিযান চালিয়ে যাচ্ছে। আমরা তথ্য পেয়েছি যে স্কুবা ডাইভাররা ভুবনেশ্বর থেকে আসবে।
আমরা এখন পর্যন্ত প্রায় ৪৭-৪৮ জনকে উদ্ধার করেছি এবং আজ রাতে তাদের গ্রামে ফেরত পাঠাব ।’ কালেক্টর আরও বলেন,’একজন ৩৫ বছর বয়সী মহিলার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছে চার নারী ও তিন শিশু। তল্লাশি অভিযান চলছে।’।