এইদিন ওয়েবডেস্ক,ফ্লোরিডা,০৭ এপ্রিল : আমেরিকার ফ্লোরিডা রাজ্যে এক বন্দুকধারীর গুলিতে ২ জন নিহত এবং একজন পুলিশ সদস্যসহ সাতজন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শনিবার, এই রাজ্যের ডোরাল শহরে অবস্থিত একটি নাইটক্লাবে। মার্কিন পুলিশের মতে, একটি মৌখিক তর্কের পর, একজন ব্যক্তি প্রথমে নিরাপত্তা বাহিনীকে গুলি করে আহত করে এবং তারপর রাস্তার পথচারীদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে । যদিও এখনো পর্যন্ত মার্কিন কর্মকর্তারা এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।
উল্লেখ্য, গত বছর থেকে আমেরিকার বিভিন্ন শহরে গন গুলি চালানোর ঘটনা বেড়েছে। কিছুদিন আগে, ওয়াশিংটন স্কুল অফ মেডিসিন বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য মূল্যায়ন এবং মূল্যায়ন ইনস্টিটিউট একটি প্রতিবেদনে বলেছিল যে উচ্চ আয়ের দেশগুলির মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে বন্দুক হত্যার হার সবচেয়ে বেশি। গত বছরের ফেব্রুয়ারিতে, আমেরিকান ন্যাশনাল ফুটবল লিগে “জেফস” ফুটবল দলের চ্যাম্পিয়নশিপের উদযাপনের সময় বন্দুকধারীর গুলিতে একজন নিহত হয় । এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২১ জন।
এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রে বর্ণবিদ্বেষী হত্যাকাণ্ড ঘটেই চলেছে । চলতি বছরে শুধুমাত্র ভারতীয় বংশভূত ১০ নাগরিক ববর্ণবিদ্বেষের শিকার হয়েছেন । নিহতদের অধিকাংশই পড়ুয়া । আমেরিকার বন্দুক সংস্কৃতি এবং ক্রমবর্ধমান বর্ণবিদ্বেষের কারনে ভারতসহ এশিয়া ও আফ্রিকার মানুষের জন্য ক্রমশ বিপজ্জনক হয়ে উঠছে বলে মনে করা হচ্ছে ।।