এইদিন ওয়েবডেস্ক, কাপিসা (আফগানিস্তান), ১০ এপ্রিল : তারাবির নামাজে পবিত্র কোরান খতম নিয়ে বিরোধের জেরে দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে আফগানিস্তানের কাপিসা প্রদেশে । এই সংঘর্ষে ২ জনের মৃত্যু হয়েছে । আহত হয়েছে আরও ৪ জন । রবিবার রাতে ঘটনাটি ঘটেছে কাপিসা প্রদেশের নাজরাব জেলার আফগানিয়া ৩ নম্বর ফিরুজি গ্রামের একটি মসজিদে ।
কাপিসা প্রদেশের পুলিশ সদর দফতরের মুখপাত্র আব্দুল ফাত্তাহ ফয়েজ বলেছেন যে ওই সংঘর্ষে এক ব্যক্তির ছেলেও নিহত হয় । ছেলের মৃত্যুর কথা বাড়িতে জানানো হলে সঙ্গে সঙ্গে হৃদরোগে মারা যান ওই ব্যক্তি । তিনি জানান,এই ঘটনার সাথে জড়িত ৩ জনকে গ্রেফতার করেছে তালিবান । কাপিসা প্রদেশে এই প্রথম কোরান খতম নিয়ে বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটল বলে জানিয়েছে আফগান মিডিয়া ।।