এইদিন ওয়েবডেক্স,মঙ্গলকোট(পূর্ব বর্ধমান),২৮ ফেব্রুয়ারী : পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট থানার বনপাড়া গ্রামে মঙ্গলবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি গোয়াল এবং একটি বাড়ি ঘোষিত হয়ে গেছে । জীবনতো দগ্ধ হয়ে মৃত্যু হয়েছে ছটি গবাদি পশুর । ক্ষতিগ্রস্ত ওই দুই ব্যক্তি হলেন বনপাড়া গ্রামের বাসিন্দা সাহাদত শেখ ও ভোলা শেখ । গোয়াল ও বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে ।
স্থানীয় সূত্রের খবর, রাত্রি প্রায় বারোটা নাগাদ বনপাড়া গ্রামের বাসিন্দা কয়েকজন ব্যক্তি ধর্মীয় জলসা থেকে বাড়ি বাড়ি ফেরার পথে শাহাদত শেখের গোয়াল ঘরটি দাউ দাউ করে জ্বলতে দেখেন । তারায় শাহাদত ও তার পরিবারের লোকজনদের ডাকা টেকা করে ঘুম থেকে তোলে । এরপর সকলে মিলে বালতি করে জল তুলে আগুন নেভানোর চেষ্টা করেন । কিন্তু সেই আগুন ছড়িয়ে পড়ে ভোলা থেকে গোয়াল ঘর ও বাড়িতে । দুটি গোয়ালে মজুদ কাঠ ও ঘুঁটের মতো দাহ্যবস্তু থাকার কারণে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় । এরপর খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণ আনে । তবে তার আগেই জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হয় দুটি গরু ও চারটি ছাগলের । তবে কোন মানুষের হতাহতের ঘটনা ঘটেনি । প্রাথমিকভাবে দমকল বাহিনীর অনুমান যে শাহাদত শেখের গোয়ালে মশা তাড়ানোর জন্য যে ধোঁয়া দেওয়া হয়েছিল তা থেকেই আগুনে সূত্রপাত ।
আজ বুধবার ২ ক্ষতিগ্রস্ত গ্রামবাসীর বাড়িতে যান মঙ্গলকোটের বিধায়ক অপূর্ব চৌধুরী । তিনি ওই দুই পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন । পাশাপাশি পরিবার দুটির হাতে কিছু ত্রাণ সামগ্রীও তুলে দিয়েছেন তিনি ।।