এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),০৩ সেপ্টেম্বর : পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট ও কেতুগ্রামে আগ্নেয়াস্ত্রসহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ । মঙ্গলকোট থানার পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে রাণা শেখ নামে এক ব্যক্তি । মঙ্গলকোট এলাকার বাসিন্দা ওই ব্যক্তির কাছ থেকে একটি দেশি পাইপগান ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ । অন্যদিকে চম্পা মাঝি (৫০) নামে এক ব্যক্তিকে আগ্নেয়াস্ত্র এবং এক রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে কেতুগ্রাম থানার পুলিশ । ধৃত দুজনকেই আজ বুধবার কাটোয়া মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাদের তিনদিনের জন্য পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন ।
পুলিশ সূত্রে খবর,মঙ্গলবার গভীর রাতে মঙ্গলকোটের বরাগড় বাসস্ট্যান্ডের কাছে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল রাণা শেখ । গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ সেখানে হানা দিলে রানা পালানোর চেষ্টা করে ৷ পুলিশ তার পিছু ধাওয়া করে তাকে ধরে ফেলে ৷ এরপর তল্লাশি চালালে কার্তুজসহ একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয় । প্রাথমিক জেরায় ধৃত জানিয়েছে রাস্তায় গাড়ি আটকে ছিনতাইয়ের উদ্দেশ্যে সে অপেক্ষা করছিলেন । অন্যদিকে মঙ্গলবার রাতে কেতুগ্রাম থানার বন্দর বাসস্ট্যান্ড এলাকা থেকে চম্পা মাঝি নামে ওই ব্যক্তিকে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ । প্রাথমিক তদন্তে পুলিশের সন্দেহ ওই ব্যক্তি আগ্নেয়াস্ত্র ও গুলি কারও হাতে পৌছে দেওয়ার পরিকল্পনায় ছিল।।