এইদিন ওয়েবডেস্ক,মঙ্গলকোট(পূর্ব বর্ধমান),৩১ আগস্ট : দুই চোরকে গ্রেফতারের জেরে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষের সময় বোমাবাজি ও গুলি চালানোর ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট থানার পুলিশ । ধৃতদের মঙ্গলকোট থানার নোয়াপাড়া গ্রামের বাসিন্দা মোল্লা সাইফুদ্দিন এবং মোল্লা আবদুর রহমান ওরফে হাবলা বলে চিহ্নিত করেছে পুলিশ । ধৃতদের মধ্যে মোল্লা আবদুর রহমান ঝিলু-২ পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান মোল্লা মোজাহারের ছেলে বলে জানা গেছে । আজ ধৃতদের কাটোয়া মহকুমা আদালতে তোলা হলে সাতদিনের জন্য পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।
প্রসঙ্গত,মঙ্গলকোটের নোয়াপাড়া গ্রামের বাসিন্দা সিরাজুল শেখের বাড়িতে কেউ না থাকার সুযোগে গত মঙ্গলবার রাতে তালা ভেঙে ঘরে ঢুকে আলমারি খুলে বেশ কিছু সোনার গহনা ও নগদ ৩০ হাজার টাকা চুরি হয় । পরের দিন সিরাজুলের দাদা মঙ্গলকোটের ঝিলু-২ অঞ্চলের ৯৮ নম্বর বুথের তৃণমূলের সভাপতি রবিউল শেখ এই ঘটনায় মঙ্গলকোট থানায় একটা লিখিত অভিযোগ দায়ের করেন । তার অভিযোগের ভিত্তিতে একই গ্রামের বাসিন্দা শেখ আহম্মেদ ও বাপি শেখ নামে দু’জনকে গ্রেফতার করেছিল পুলিশ । ধৃতরা ঝিলু ২ পঞ্চায়েতের উপপ্রধান মোজাহার মোল্লার অনুগামী । আর তাদের গ্রেফতারির পর থেকেই তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে । বৃহস্পতিবার রাতে এলোপাতাড়ি বোমাবাজি, গোলাগুলি চলে গ্রামে । গুলি ও বোমার আগুনে আহত হয়েছে কয়েকজন । শুক্রবার দুপুরে আহতদের পক্ষ থেকে ছয়জনের বিরুদ্ধে মঙ্গলকোট থানায় একটি অভিযোগ দায়ের করা হয় । পুলিশ প্রথমে জিজ্ঞাসাবাদের জন্য মোল্লা সাইফুদ্দিন এবং মোল্লা আবদুর রহমানকে আটক করে ৷ পরে তাদের গ্রেফতার করা হয় ।।