এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),০৩ জুলাই : রাতের অন্ধকারে এক ২২ বছরের বধূকে রাস্তায় আটকে নির্জন মাঠে টেনে নিয়ে গিয়ে গনধর্ষণের ঘটনা ঘটেছে পূর্ব বর্ধমান জেলার কাটোয়ায় । ঘটনাটি ঘটেছে বুধবার রাত প্রায় সাড়ে ৮ টা নাগাদ কাটোয়া থানার কৈথন বাসস্ট্যান্ড ও করুই নতুনগ্রামের মাঝামাঝি এলাকায় । রাতেই এনিয়ে থানায় অভিযোগ দায়ের করা হলে পুলিশ দুলাল শেখ (৩৫) এবং বজরুল শেখ (৩৫) নামে দুই ধর্ষককে গ্রেপ্তার করে । তাদের বাড়ি কাটোয়া থানার করুই নতুনগ্রামে । আজ বৃহস্পতিবার ধৃতদের কাটোয়া মহকুমা আদালতে তোলা হলে দু’জনকেই ৫ দিনের জন্য পুলিশ হেফাজতে পাঠানো হয় । পাশাপাশি আদালতে নির্যাতিতার গোপন জবানবন্দি নেওয়া হয়েছে ।
ঘটনার বিবরণে জানা গেছে,ওই এলাকায় বাপের বাড়ি নির্যাতিতা বধূর । স্বামীর সঙ্গে একটি মামলা চলছিল তার । তিনি বাপের বাড়িতেই থাকেন । বুধবার কাটোয়া আদালতে মামলার শুনানি ছিল । সেকারণে তিনি আদালতে গিয়েছিলেন । আদালতের কাজ মিটিয়ে স্বামীর সাথে কাটোয়া বাসস্ট্যান্ডে বাসে চড়েন । সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ কৈথন বাসস্ট্যান্ডে নামেন দু’জন । অন্ধকার হয়ে যাওয়ার তিনি অনুরোধ করলে কিছুটা পথ এগিয়ে দেন তার স্বামী । এরপর তিনি গ্রামের রাস্তা ধরে হেঁটে বাড়ি ফিরছিলেন ।
নির্যাতিতার অভিযোগ,রাত প্রায় সাড়ে আটটা নাগাদ একটি পোল্ট্রি ফার্মের কাছে এলে দুলাল শেখ এবং বজরুল শেখ তার পথ আটকায় । এরপর তারা দু’জন মিলে ফাঁকা মাঠে টেনে নিয়ে গিয়ে গনধর্ষণ করে । দুলাল শেখ তারগালে চড় মারে । পাশবিক নির্যাতনে তিনি অসুস্থ হয়ে পড়লে কিছুক্ষণ ঘটনাস্থলে নিস্তেজ অবস্থায় পড়ে থাকেন । এই দেখে ওই দু’জন পালিয়ে যায় । পরে তিনি নিজেই কোনো রকমে বাড়ি ফিরে এসে পরিবারের লোকজনদের ঘটনার কথা জানান । রাতেই পরিবারের সদস্যদের সাথে কাটোয়া থানায় গিয়ে এফআইআর দায়ের করেন ।।

