এইদিন ওয়েবডেস্ক,শিলিগুড়ি,০১ জুন : শিলিগুড়ি থেকে গ্রেপ্তার হলেন আফগানিস্তানের দুই মহিলা ৷ শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের মাটিগাড়া থানা এলাকার একটি হোটেল থেকে তাঁদের গ্রেপ্তার করেছে পুলিশ । পুলিশ জানতে পেরেছে ধৃতদের নাম সালার রোহিনা ও সালার শোলা । শনিবার রাতে গ্রেপ্তারের পর আজ তাদের শিলিগুড়ি আদালতে তোলা হয় ।
জানা গেছে,ওই দুই আফগান মহিলা থাকার জন্য শনিবার রাতে মাটিগাড়ার একটি হোটেলে গিয়েছিলেন ৷ সেই সময় হোটেল কর্মীরা তাঁদের পরিচয়পত্র দেখতে চায় । এমনকি তাঁদের ভিসার মেয়াদও শেষ হয়ে গেছে৷ এই দেখে হোটেল কর্মীরা ফোন করে মাটিগাড়া থানার পুলিশকে বিষয়টি জানায় । পরে পুলিশ এসে দুই মহিলাকে আটক করে থানায় নিয়ে যায় । রাতের দিকে তাদের গ্রেপ্তার করা হয় ।
জানা গেছে,জিজ্ঞাসাবাদ করলে মহিলারা পুলিশকে জানায় যে তারা মাটিগাড়ার একটি পাবে ইভেন্ট করতে এসেছিলেন । ইভেন্টের পর ওই হোটেলে থাকতে যান। পুলিশ তাদের জেরা করে বিস্তারিত জানার চেষ্টা করছে ।।

