এইদিন ওয়েবডেস্ক,কারাউলি(রাজস্থান),১৪ জুলাই : রাজস্থানে ১৯ বছরের এক দলিত তরুনীকে গনধর্ষণের পর গুলি করে ও অ্যাসিড দিয়ে পুড়িয়ে খুন করে কূয়োয় ফেলে দেওয়ার অভিযোগ উঠল । জানা গেছে, ওই তরুনীর নাম আরতি বাইরওয়া । কারাউলি জেলার নাদৌতি থানা এলাকার মোহনপুরা গ্রামের বাসিন্দা বাট্টিলাল বৈরওয়ার মেয়ে আরতি । বাট্টিলাল বৈরওয়া কর্মসূত্রে দুবাইয়ে থাকেন । অভিযোগ, দিন দুয়েক আগে দুষ্কৃতকারীর দল আরতিকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ । দুষ্কৃতীরা তরুনীকে গনধর্ষণ করে । তারপর তারা মেয়েটিকে গুলি করে এবং মৃত্যু নিশ্চিত করতে মেয়েটির শরীরে অ্যাসিড ঢেলে দিয়ে নির্জন এলাকার একটা কূপের মধ্যে ফেলে দিয়ে পালিয়ে যায় । বৃহস্পতিবার কূপ থেকে তরুনীর নিথর দেহটি উদ্ধার করে গ্রামবাসীরা ৷ এই ঘটনায় পুলিশের ভূমিকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে । বিষয়টি ধামাচাপা দিতে কংগ্রেসের নিয়ন্ত্রণাধীন রাজস্থান পুলিশ ময়নাতদন্তের রিপোর্টে কারচুপি করেছে বলে অভিযোগ উঠেছে ।
রাজস্থানে বিজেপির রাজ্যসভার সাংসদ ডাঃ কিরোদিলাল মীনা পুলিশের ভূমিকায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন । তাঁর পোস্ট করা ভিডিওতে পুলিশের শীর্ষ কর্তাদের সঙ্গে তাঁকে বচসায় জড়াতে দেখা যায় । কিরোদিলাল মীনা টুইট করেছেন, ‘তোদাভীমে গুন্ডারা ভোরবেলায় বাড়ি থেকে দলিত কন্যাকে তুলে নিয়ে যায়, তারপর তাকে গণধর্ষণ করে, তাকে গুলি করে,তার উপর অ্যাসিড ঢেলে দেয় এবং তারপরে তাকে একটি কূপে ফেলে দেয়। পুলিশের উচিত নিষ্ঠুরতার সীমা অতিক্রমকারী অপরাধীদের অবিলম্বে গ্রেফতার করা । সরকারকে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে । ন্যায় বিচারের জন্য আমার পরিবারের সদস্যদের সাথে হিন্দৌনে আছি ।’
রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়া টুইট করেছেন,’হিন্দৌনে এলাকায় একটি কূপে পাওয়া দলিত কলেজ ছাত্রীর অ্যাসিড দগ্ধ দেহের ঘটনাটি হৃদয় বিদারক, যা সন্দেহজনক বলে মনে হচ্ছে। প্রশাসনের উচিত প্রতিটি দৃষ্টিকোণ থেকে বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।রাজ্যে বোন-কন্যাদের প্রতি ক্রমাগত অত্যাচার মেনে নেওয়া যায় না ।’।