এইদিন ওয়েবডেস্ক,শিমলা,২০ আগস্ট : হিমাচল প্রদেশে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে । বন্যা পরিস্থিতি, ভূমিধস এবং দুর্ঘটনার কারণে শনিবার পর্যন্ত রাজ্য জুড়ে ১৯ জনের মৃত্যু হয়েছে । আরও ছয়জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে । বহু মানুষ এখনো নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে । রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর এসপি কুমারী ইলমা আফরোজ বলেছেন,’গত ২৪ ঘন্টায় ভারী বৃষ্টিপাতের কারণে মান্ডি, চাম্বা, কাংরা, কুল্লু, হামিরপুর এবং সিমলা প্রভৃতি জেলাগুলি ব্যাপকভাবে প্রভাবিত হয়েছে । নিখোঁজ ১৫ জনকে উদ্ধার করে অন্যত্র সরিয়ে নিতে যাওয়ার জন্য এসডিআরএফ এবং এনডিআরএফকে মোতায়েন করা হয়েছে । পাঁচটি মৃতদেহ উদ্ধার হয়েছে । নিখোঁজ এবং ধ্বংসাবশেষে চাপা পড়া মানুষকে উদ্ধারের জন্য যথাসাধ্য চেষ্টা করছে এসডিআরএফ এবং এনডিআরএফ ।’
জানা গেছে,শুক্রবার থেকে ভারী বৃষ্টিপাতের কারনে চাম্বা জেলায় বাড়ি ধসে তিনজন নিহত হয়েছেন । মান্ডিতে ভূমি ধসে ১৩-১৪ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে । গোহর উন্নয়ন ব্লকের কাশান গ্রামে ভূমিধসের ফলে বাড়ি ধ্বসে যাওয়ায় একই পরিবারের আট সদস্য ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ার আশঙ্কা করা হচ্ছে । কাংড়ায় ভেঙে পড়া দেওয়াল চাপা পরে ৯ বছরের শিশুর মৃত্যু হয়েছে ।
এছাড়া ভূমিধসের কারণে বেশ কিছু জেলার বহু জায়গায় রাস্তা অবরুদ্ধ হয়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে । পাঠানকোট-মান্ডি জাতীয় মহাসড়ক বিভিন্ন স্থানে ভূমিধসের কারণে যান চলাচলের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে । কাংরা উপত্যকা চাক্কি নদীর রেল সেতুর দুটি পিলারও ভেসে গেছে । বালহ, সদর, থুনাগ, মান্ডি এবং লামাথাচ-এ তাদের বাড়ি ও দোকানে জল ঢুকে গেছে । ভারী বৃষ্টির পূর্বাভাসের কারণে হিমাচল প্রদেশের দুর্যোগ মোকাবিলা বিভাগ আগামী ২৫ আগস্ট পর্যন্ত রাজ্যে ভূমিধসের জন্য সতর্কতা জারি করেছে ।।