এইদিন ওয়েবডেস্ক,কাবুল,১৮ ডিসেম্বর :আফগানিস্তানের রাজধানী কাবুলের উত্তরাঞ্চলের সালং টানেলের ভিতরে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে অন্তত ১৯ জন নিহত হয়েছে । নিহতদের মধ্যে পাঁচজন মহিলা ও দু’জন শিশু । বাকিরা মারাত্মকভাবে পুড়ে যাওয়ায় তাদের পরিচয় শনাক্ত করা যায়নি । বিস্ফোরণে আরও কমপক্ষে ৩২ জন দগ্ধ হয়েছে বলে জানিয়েছেন পারওয়ান প্রদেশের তালিবান মুখপাত্র হেকমতুল্লাহ শামীম । অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন । কিছু স্থানীয় সংবাদ মাধ্যমও জানিয়েছে, তালিবানরা যা জানিয়েছে তার চেয়ে হতাহতের সংখ্যা অনেক বেশি ।
প্রসঙ্গত,কাবুল থেকে প্রায় ৮০ মাইল উত্তরের সালাং সুরঙ্গ ১৯৬০ এর দশকে সোভিয়েত আক্রমণে সহায়তা করার লক্ষ্যে নির্মাণ করা হয়েছিল। আফগানিস্তানের উত্তরাঞ্চলের সাথে দক্ষিণের যোগাযোগের মূল মাধ্যম এই সুরঙ্গটি । শনিবার রাত প্রায় সাড়ে ৮ টা নাগাদ সালাং সুরঙ্গে তেল ট্যাঙ্কারে বিস্ফোরণের ঘটনাটি ঘটে । তবে তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের কারণ জানা যায়নি । তালিবানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জীবিতদের হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য ঘটনাস্থলে হেলিকপ্টার পাঠিয়েছে ।।