এইদিন ওয়েবডেস্ক,কাবুল,৩০ সেপ্টেম্বর : শুক্রবার আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি স্কুলে আত্মঘাতী হামলার ঘটনা ঘটেছে । তালিবান জানিয়েছে, বিস্ফোরণে নুন্যতম ১৯ জন পড়ুয়া ও স্কুলকর্মীর মৃত্যু হয়েছে ৷ আহত হয়েছে ২৭ জন । যদিও প্রত্যক্ষদর্শীদের মতে মৃত ও আহতের সংখ্যা আনুমানিক ১০০ জন । আহতদের মোহাম্মদ আলী জিন্নাহ হাসপাতালে ভর্তি করা হয়েছে । হাসপাতালে ব্যপক রক্ত সঙ্কট চলছে বলে জানা গেছে । এদিকে হাসপাতালে এসে ভিড় করা হতাহতদের পরিবারের সঙ্গে তালিবানের জঙ্গিরা নির্মম অত্যাচার চালাচ্ছে বলে অভিযোগ উঠছে ।
জানা গেছে,হামলার ঘটনাটি ঘটেছে কাবুলের পশ্চিমাংশে দস্ত-ই-বারচি এলাকায় কাজ এডুকেশন সেন্টার(Kaj education center) নামে একটি স্কুলে । এলাকাটি মূলত সংখ্যালঘু হাজারা সম্প্রদায় লোকজনের বসবাস । শুক্রবারে সাধারণত আফগানিস্তানের স্কুলগুলিতে ছুটি থাকলেও এদিন ওই স্কুলে পরীক্ষা ছিল । সকাল সাড়ে সাতটা নাগাদ যখন স্কুলে পরীক্ষার প্রস্তুতি চলছিল ঠিক তখনই আত্মঘাতী বিস্ফোরণের ঘটনাটি ঘটে । তবে এখনো পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি কোনো সন্ত্রাসবাদী সংগঠন ।
প্রসঙ্গত,সন্ত্রাসবাদী সংগঠন তালিবান ক্ষমতায় আসার পর থেকেই মানবিক সঙ্কটে ভুগছে আফগানিস্তান । একের পর এক তালিবানি ফতোয়ায় জেরবার মানুষ । বিশেষ করে আফগান মহিলাদের প্রায় প্রতিটি পদক্ষেপে জারি করা হয়েছে নিষেধাজ্ঞা । তার উপর মাঝে মধ্যেই বিস্ফোরণের ঘটনায় নিরীহ নাগরিকদের বেঘোরে প্রাণ যাচ্ছে ।।