এইদিন ওয়েবডেস্ক,সোমালিয়া,১২ জুন : সোমালিয়ার সেনাবাহিনী ও আন্তর্জাতিক বাহিনীর যৌথ অভিযানে সন্ত্রাসবাদী সংগঠন আল-শাবাব- এর ১৯ জঙ্গি নিকেশ হয়েছে বলে জানিয়েছে সোমালিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল । রবিবার দেশটির সরকারি কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে ওই টেলিভিশন চ্যানেল জানিয়েছে যে, সে দেশের হিরশবিলি প্রদেশের “বলি মুহাম্মদ” শহরে সেনাবাহিনী ও আন্তর্জাতিক বাহিনীর যৌথ অভিযানের পর ওই সমস্ত সন্ত্রাসবাদীদের হত্যা করা হয়েছে ।
এদিকে সোমালি পুলিশ এই সপ্তাহের শনিবার এক বিবৃতিতে বলেছে যে মোগাদিশুর উত্তরে “বিরল বিজ” রেস্তোরাঁয় আল-শাবাব গ্রুপের সন্ত্রাসীরা হামলা চালিয়েছিল । এই সশস্ত্র হামলায় ৬ জন বেসামরিক নাগরিক, ৩ জন সরকারি বাহিনী এবং আল-শাবাব গ্রুপের ৭ সন্ত্রাসীসহ অন্তত ১৬ জন নিহত হয় ।
উল্লেখ্য,আল-শাবাব নামে পরিচিত ওই সন্ত্রাসবাদী গোষ্ঠীটি দক্ষিণ সোমালিয়ার কিছু গ্রাম এবং শহর নিয়ন্ত্রণ করে । সন্ত্রাসীরা বারবার মোগাদিশু এবং প্রধান শহরগুলিতে বোমা হামলার মাধ্যমে নিরাপত্তা বাহিনী এবং সাধারণ মানুষকে টার্গেট করে ।প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, সোমালি বাহিনী গত কয়েক মাসে আল-শাবাব গ্রুপের নিয়ন্ত্রণ থেকে ডজন খানেক শহর, শহর ও গ্রাম মুক্ত করতে সক্ষম হয়েছে ।।