এইদিন ওয়েবডেস্ক,প্রেস্টন(ব্রিটেন),০৬ আগস্ট : সন্ত্রাসবাদে উদ্বুদ্ধ করতে ফেসবুক পোস্ট এবং নাশকতা চালাতে বোমা তৈরিতে লিপ্ত থাকার অভিযোগে মোহম্মদ আফজল (Mohammed Afzal) নামে এক ১৮ বছরের তরুনকে ৩ বছর ৯ মাসের কারাদণ্ড দিয়েছে লন্ডনের প্রেস্টনের (Preston) লিভারপুল ক্রাউন কোর্ট (Liverpool Crown Court) । বুধবার (২ আগস্ট ২০২৩) অভিযুক্তের সাজা ঘোষণা করে আদালত । ওই তরুনের বিরুদ্ধে সন্ত্রাস-সম্পর্কিত আটটি অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে বলে জানা গেছে ।
ব্রিটিশ সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, মোহম্মদ আফজল সোশ্যাল মিডিয়ায় চরমপন্থী সম্পর্কিত বিষয়বস্তু পোস্ট করার পরে তার অনলাইন ক্রিয়াকলাপের বিষয়ে তদন্ত চালায় ব্রিটিশ পুলিশ । আফজালকে প্রথমে ২০২২ সালের জুনে গ্রেপ্তার করা হয়েছিল এবং তার বাড়ি থেকে বেশ কয়েকটি ইলেকট্রনিক ডিভাইস বাজেয়াপ্ত করা হয়েছিল । সেই সময় ওই তরুন বাজেয়াপ্ত করা ডিভাইসগুলির জন্য পাসকোড সরবরাহ করতে অস্বীকার করে এবং সুনির্দিষ্ট প্রমান না পেয়ে তাকে ছেড়ে দেওয়া হয় ।
পরে পুলিশ আফজলের মোবাইল ফোন থেকে ডিজিটাল সামগ্রী বের করতে সক্ষম হয় । যেখানে বেশ কিছু সন্ত্রাসী সম্পর্কিত নথি পেয়েছিল তদন্তকারী দল । তদন্তকারীরা আফজালের সাথে বেশ কয়েকটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট লিঙ্ক পরীক্ষা করে দেখে যে সেগুলিতে সন্ত্রাসবাদকে উৎসাহিত করার জন্য প্রচুর পরিমাণে চরমপন্থী উপাদান রয়েছে । পরে ২০২২ সালের অক্টোবরে সন্ত্রাসবাদী উপাদান সংগ্রহ ও প্রচার করার সন্দেহে ফের আফজলকে গ্রেফতার করে পুলিশ । গত বুধবার তার সাজা ঘোষণা হয় । যদিও এই বিষয়ে সসংবাদমাধ্যমের কাছে মুখ খোলেনি ধুর্ত তরুন ।।