এইদিন ওয়েবডেস্ক,ওমান,১৭ এপ্রিল : মধ্যপ্রাচ্যের দেশ ওমানে ভারি বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে । ওমানের কর্মকর্তারা জানিয়েছেন, মৃতদের মধ্যে নয়জনই স্কুলের শিক্ষার্থী। গত রবিবার সামাদ আ’শানে গাড়িতে চড়ে বাড়ি ফেরার পথে চালকসহ গাড়িটি বন্যার জলে ডুবে গিয়ে সকলের সলিল সমাধি ঘটে । ওমানের ন্যাশনাল কমিটি ফর ইমার্জেন্সি ম্যানেজমেন্ট জানিয়েছে, উদ্ধারকারী দল এখনও নিখোঁজ দুই ব্যক্তিকে খুঁজছে। বেশ কয়েকটি প্রদেশের খারাপ আবহাওয়ার কারণে সরকারি ও বেসরকারি অফিসের কর্মীদের ছুটি বাতিল করেছে সরকার। স্থানীয় বাসিন্দাদেরও আশ্রয়কেন্দ্রে চলে যেতে বলা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ওমানের সবচেয়ে ক্ষতিগ্রস্ত প্রদেশ আশ শারকিয়াহ থেকে লোকজনকে সরিয়ে নিতে পুলিশ ও সেনা মোতায়েন করা হয়েছে।
ভারি বৃষ্টিপাত হয়েছে মধ্যপ্রাচ্যের আর এক দেশ সংযুক্ত আরব আমিরাতেও । আমিরাতে ভারি বৃষ্টিপাতে প্রধান সড়কগুলি প্লাবিত হয়ে গেছে৷ আরব আমিরাতে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। বন্যার জলে দুবাই শহরের গুরুত্বপূর্ণ সড়ক ডুবে গেছে। সেই ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে । বৃষ্টিপাতের জেরে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ রাখা হয়েছে । সংযুক্ত আরব আমিরাতের স্কুলগুলিতে ছুটি ঘোষণা করা হয়েছে। সরকারি কর্মীদের বাড়ি থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া বাহরাইন, কাতার ও সৌদি আরবেও বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে।।