এইদিন ওয়েবডেস্ক,মাদারীপুর,১৯ মার্চ : বাংলাদেশে একটি যাত্রীবাহী বাস দূর্ঘটনায় কমপক্ষে ১৭ জনের মৃত্যু হয়েছে । আহত হয়েছে আরও ৩০ জন বাসযাত্রী । রবিবার সকালে ওই বেসরকারি বাসটি মাদারীপুরে পদ্মা সেতুর এক্সপ্রেসওয়ে দিয়ে যাওয়ার সময় শিবচর উপজেলার কুতুবপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদের মধ্যে উলটে পড়ে । দূর্ঘটনাস্থলেই মৃত্যু হয় ১৭ জন যাত্রীর । গুরুতর আহত হয় ৩০ জন । আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে । তাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক । ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ।
জানা গেছে,এদিন সকালে খুলনা থেকে ওই বাসটি ছেড়েছিল । কিন্তু কুতুবপুর এলাকায় পদ্মা সেতুর আগে এক্সপ্রেসওয়ে দিয়ে যাওয়ার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় । কার্যত দুমড়েমুচড়ে যায় বাসটি । যান্ত্রিক গোলযোগ নাকি চালক ঘুমিয়ে পড়ার কারনে এই দূর্ঘটনা ঘটেছে তা স্পষ্ট নয় । ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছেন শিবচর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত ওসি আবু নাঈম মোহম্মদ মোফাজ্জেল হক ।।