এইদিন ওয়েবডেস্ক,সার্বিয়া,০৯ মে : সার্বিয়ায় পৃথক দুই গুলি চালানোর ঘটনায় নিহত ১৭ জন নিহত ও অন্তত ২১ জন আহত হয়েছে । মিডিয়া রিপোর্ট অনুযায়ী,গত সপ্তাহের বুধবার একটি স্কুলের ক্লাসরুমের ভিতরে এক ছাত্র এলোপাথাড়ি গুলি চালিয়ে তার ৮ জন সহপাঠী এবং একজন প্রহরীকে হত্যা করে । ওই ঘটনায় আরও অন্তত ৭ জন আহত হয়েছে । এই ঘটনার একদিন পর সার্বিয়ায় এক সশস্ত্র ব্যক্তির গুলিতে ৮ জন নিহত এবং আরও অন্তত ১৪ জন আহত হয় । পর পর ঘটে যাওয়া ওই দুই ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করে সার্বিয়ার মানুষ । তারা সার্বিয়ান নাগরিকদের নিরাপত্তা এবং সরকারের পদত্যাগের দাবি জানায়। বেলগ্রেডের একজন বিক্ষোভকারী বোরিজে প্লেসোভিক বলেন,’আমরা এখানে নিহতদের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে জড়ো হয়েছি, যাতে আর কোথাও এটি না ঘটে তা নিশ্চিত করার জন্য আমরা যা করার করব ।’
এদিকে বিরোধী দল এবং কিছু মানবাধিকার গোষ্ঠী রাষ্ট্রপতি আলেকসান্ডার ভুসিক এবং সার্বিয়ার ক্ষমতাসীন প্রগ্রেসিভ পপুলিস্ট পার্টি (এসএনএস) এর বিরুদ্ধে স্বৈরাচার, মিডিয়ার উপর দমনপীড়ন, রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে সহিংসতা, দুর্নীতি এবং সংগঠিত অপরাধের সাথে সম্পর্ক থাকার অভিযোগ এনেছে । যদিও সার্বিয়া প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট আলেকসান্ডার ভুসিক এবং তার সহযোগীরা ওই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন । তা সত্ত্বেও বিক্ষোভকারীরা এখনও স্বরাষ্ট্রমন্ত্রী এবং সার্বিয়ার রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থার পরিচালকের পদত্যাগের দাবিতে অনড় । ফলে এনিয়ে গোটা সার্বিয়া জুড়ে প্রবল উত্তেজনার সৃষ্টি হয়েছে ।।