এইদিন ওয়েবডেস্ক,বাগদাদ,৩০ আগস্ট : ইরাকের প্রভাবশালী ধর্মগুরু মোকতাদা আল-সদর (Moqtada al-Sadr) রাজনীতি ছেড়ে দেওয়ার কথা ঘোষণার পরেই রাজধানী বাগদাদে হিংসাত্মক সংঘর্ষ শুরু হয়ে গেছে । সোমবার আল-সদর সমর্থকরা সরকারি ভবনে হামলা চালায় । ফলে সশস্ত্র বাহিনীর সঙ্গে তুমুল সংঘর্ষ বেধে যায় । বন্দুকযুদ্ধে কমপক্ষে ১৭ জন নিহত এবং দুই শতাধিক আহত হয়েছে বলে খবর । হতাহতরা অধিকাংশই ওই ধর্মগুরুর সমর্থক বলে জানা গেছে । এদিকে সরকারি অফিস, দূতাবাস এবং ঊর্ধ্বতন ইরাকি কর্মকর্তাদের বাসভবনগুলিকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে । সেনাবাহিনী সোমবার সন্ধ্যা ৭ টা থেকে দেশব্যাপী কারফিউ ঘোষণা করে দিয়েছে ।
ধর্মগুরু মোকতাদা আল-সদরের সমর্থকরা নির্বাচনের দাবিতে সংসদের বাইরে প্রায় এক মাস ধরে ধর্ণায় বসেছিল । আর তারাই সোমবার বাগদাদে সরকারী প্রাসাদ দখল করে, নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে লিপ্ত হয় । সোমবার গভীর রাতে সরকারি ভবন এবং কূটনৈতিক মিশন অবস্থিত উচ্চ-নিরাপত্তা গ্রিন জোনে অন্তত সাতটি শেল পড়ে।জাতিসংঘের সহায়তা মিশন ইরাকের এই অস্থিরতাকে “অত্যন্ত বিপজ্জনক” বলে অভিহিত করেছে । জাতিসংঘ ইরাকের মানুষদের শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছে ।।