এইদিন ওয়েবডেস্ক,নারায়ণগঞ্জ(বাংলাদেশ),০৩ মার্চ : একটি মামলায় আদালত দোষী সব্যস্ত করে ৩ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছিল আদালত । আর সেই সাজার ভয়ে দীর্ঘ ১৬ বছর আত্মগোপন করেছিলেন এক ব্যক্তি । কখনও আধ্যাত্মিক চিকিৎসক আবার কখনও ‘পাগল দয়াল বাবা’ ছদ্মবেশ ধারণ করেন তিনি । এভাবে তিনি জেলায় বিচরণ করে বেড়াচ্ছিলেন । কিন্তু শেষ রক্ষা হয়নি ৷ বৃহস্পতিবার ভোর রাতে ছদ্মবেশী ‘বাবা’ নিজাম উদ্দিন (৬৮)কে পাকড়াও করল বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ ।
সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকার বাসিন্দা আবুল কালামের ছেলে নিজাম উদ্দিন । সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান জানিয়েছেন, নিজাম উদ্দিন নারায়ণগঞ্জের বন্দর থানার ১৯৯৭ সালের একটি মামলায় অভিযুক্ত হয়েছিলেন । পরবর্তী ২০০৬ সালে আদালত তাকে তিন বছর সশ্রম কারাদণ্ড দেয় । সাজা হওয়ার পর থেকে তিনি ছদ্মবেশ ধারণ করে নিজেকে কখনও আধ্যাত্মিক চিকিৎসক কখনও পাগল দয়াল বাবা পরিচয় দিয়ে সিদ্ধিরগঞ্জ থানা এলাকা ছেড়ে দেশের বিভিন্ন স্থানে অবস্থান করছিলেন । এই সময়ে নিজাম উদ্দিন কবিরাজি, তন্ত্র-মন্ত্র ও আধ্যাত্মিক চিকিৎসাও করেছেন ।
জানা গেছে,ওই ব্যক্তি শ্বশুরবাড়ি চুয়াডাঙ্গার আলমডাঙ্গার পোলবাসুনদো গ্রামে ‘পাগল দয়াল বাবা’ পরিচয়ে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছিলেন । কিন্তু কোনওভাবে পুলিশ তাঁর আসল পরিচয় জানতে পারে । শেষে এদিন ভোর রাতের দিকে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের একটি দল চুয়াডাঙ্গায় হানা দিয়ে তাঁকে গ্রেফতার করতে সক্ষম হয় । তাঁকে আদালতে তোলা হলে জেলে পাঠানোর নির্দেশ দেন বিচারক ।।