এইদিন ওয়েবডেস্ক,তেহেরান,১৯ অক্টোবর : ইরানের সর্বোচ্চ শিয়া ধর্মগুরু আয়াতুল্লাহ আলি খামেনির বন্দনামূলক গান গাইতে অস্বীকার করায় ১৬ বছরের এক স্কুল ছাত্রীকে পিটিয়ে খুন করল ইরানের নিরাপত্তা বাহিনী । ঘটনাটি ঘটেছে ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলের শহর আরদাবিলের শাহেদ গার্লস হাই স্কুলে । কোঅর্ডিনেটিং কাউন্সিল অব ইরানিয়ান টিচার্স ট্রেড অ্যাসোসিয়েশন জানিয়েছে,১৩ অক্টোবর স্কুলে একটি অনুষ্ঠান ছিল । ওই অনুষ্ঠানে সংখ্যালঘু আজেরি জাতিগোষ্ঠীর ১৬ বছর বয়সি কিশোরী আশরা পানাহিকে আয়াতুল্লাহ আলি খামেনির প্রশংসা করে গান গাওয়ার আদেশ দেয় নিরাপত্তাবাহিনী । কিন্তু সে গান গাইতে অস্বীকার করলে ব্যাপক মারধর করা হয় । তখন অনান্য ছাত্রীরা প্রতিবাদ করলে তাদেরও এলোপাথাড়ি পেটানো হয় ।
জানা গেছে,পরে আহত ছাত্রীদের হাসপাতালে ভর্তি করা হয় । কিন্তু চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আশরা পানাহির । ইরানিয়ান ট্রেড অ্যাসোসিয়েশন ইউনিয়ন জানিয়েছে,সরকারবিরোধী স্লোগান দেওয়ার অভিযোগে কয়েকজন ছাত্রীকে গ্রেপ্তারও করা হয়েছে ।
মাহাসা আমিনিকে খুনের ঘটনায় এমনিতেই উত্তপ্ত ইরান । তার উপর এই ঘটনা জানাজানি হতেই বিক্ষোভ তীব্র আকার ধারন করেছে । দেশের বিভিন্ন শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়ছে। বিক্ষোভে সমর্থন জানিয়েছে দেশের বাইরে থাকা প্রবাসী ইরানিরাও।
এদিকে ইরানি কর্মকর্তারা এই খবর অস্বীকার করেছে । ইরানের সরকারপন্থী সংবাদ সংস্থাগুলো আশরা পানাহির এক কাকাকে উদ্ধৃত করে প্রচার করছে, তার ভাইঝি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে ।।